test add

এক পায়ে নূপুর (আনিলা, তপু) Ek paye nupur (Anila, Tapu)


 এক পায়ে নূপুর

এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলোনেবে কি?

এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলোনেবে কিনেবে কি?

বলবো না আকাশের চাঁদ এনে দেব
বলবো না তুমি রাজকন্যা
শুধু জিজ্ঞেস করি দেবে কি পাড়ি
হোক যত ঝড়বন্যা
আমার ছোট তরী বলোযাবে কিযাবে কি?

নয় মিছে আশা নয় শুধু ভালোবাসা
নই অকারণ প্রেমে অন্ধ
জানি তুমি আমি আমাদের তরী
আজব এক বন্ধুত্ব
তোমার ছোট তরীবলো নিবে কি?

চাঁদের আলো আজ যদি ভাল লাগে
কালো হয়ে যায় ঝাপসা
তোমার  তরী যদি চলে যায়
ফিরে আর আসবে না
যতো ভালোবাসি তারে দূরে রয়ে যাবে
তা তো আমি জেনেছি
একপায়ে নূপুর তোমার অন্য পা খালি
একপাশে সাগর একপাশে বালি
আমার ছোট তরী বলো যাবে কিযাবে কি?

এক পায়ে নূপুর আমার অন্য পা খালি
এক পাশে সাগর এক পাশে বালি
তোমার ছোট তরী বলো নেবে কি?

আমার ছোট তরী বলো যাবে কি?
তোমার ছোট তরী বলো নেবে কি?
আমার ছোট তরী বলো যাবে কি?


             -------------তপু

Ek paye Nupur (Anila, Tapu)

Ek paye nupur amar onno pa khali
ek pashe sagoor ek pashe bali 
Tomar chot tori bolo nebe ki?

1 comment:

  1. 'tnx ভাইয়া, ধন্যবাদস্বরূপ Ad এ ক্লিক করলাম।

    ReplyDelete