test add

Dhono Dhanno Pushpe Bhora (ধন ধান্য পুষ্প ভরা)

Dhono Dhanno Pushpe Bhora (ধন ধান্য পুষ্প ভরা)

গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায়
সুরকারঃ দ্বিজেন্দ্রলাল রায়




ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

12 comments:

  1. Replies
    1. There is no wrong printing, you are wrong . Please don't blame someone who has no blame. Understand your wrong and then talk, please. I am sorry for writing this comment to you, but I don't have other option as, I cannot see that anybody is blaming someone. If there was anyone else in the place of you, I would act like this only. So, never mind. Hope you've understand your mistake. No doubt, I think that from the next time, you will not blame someone else, but he has no mistake. Okay. Nice to meet u.
      From Kolkata

      Delete
  2. This songs every word totally my heart touching

    ReplyDelete
  3. Can you please give the full song lyrics ?

    ReplyDelete
  4. I really enjoy simply reading all of your weblogs. Simply wanted to inform you that you have people like me who appreciate your work. Definitely a great post. Hats off to you! The information that you have provided is very helpful. 먹튀검증

    ReplyDelete
  5. Positive site, where did u come up with the information on this posting? I'm pleased I discovered it though, ill be checking back soon to find out what additional posts you merged 검증사이트

    ReplyDelete