নদীর নাম ময়ুরাক্ষী (হুমায়ূন আহমেদ)
নদীর নামটি ময়ূরাক্ষী কাক কালো তার জল
কোন ডুবুরি সেই নদীটির পায়নি খুজেঁ তল। (2)
তুমি যাবে কি ময়ূরাক্ষীতে
হাতে হাত রেখে জলে নাওয়া
যে ভালোবাসার রং জ্বলে গেছে
সেই রংটুকু খুজেঁ পাওয়া।
সখী কারে ভালোবাসা কারে কয়
নদীর জলে ভালোবাসা খোজার
কোন অর্থ কি হয়।
কণ্যা আমার কথা শোনো
নদীর প্রান্তরে বন জংগলে..ভালোবাসা নেই কোন ।
ভালোবাসা থাকে চোখের মাঝে
চোখে চোখে শুধু চাওয়া..
তাই চোখের জলে তোমার আমার
ভালোবাসা খুজেঁ পাওয়া।
সখী কারে ভালোবাসা কারে কয়..
নদীর জলে ভালোবাসা খোজাঁর
কোন অর্থ কি হয়।কণ্যা আমার কথা শোনো
নদীর প্রান্তরে বন জংগলে..ভালোবাসা নেই কোন ।
ভালোবাসা থাকে চোখের মাঝে
চোখে চোখে শুধু চাওয়া..
তাই চোখের জলে তোমার আমার
ভালোবাসা খুজেঁ পাওয়া।
সখী কারে ভালোবাসা কারে কয়..
নদীর জলে ভালোবাসা খোজাঁর
Nodir Nam Moyurakkhi - Audio Download:
Link-1Link-2
Link-3
Nodir Nam Moyurakkhi (Humaun Ahmed)
Nadir namti Moyurakkhi kak kalo tar jol
Kono duburi sei noditir payni khujr tol
Tumi Jabe ki Moyurakkhite
Hate hat rekhe jole naowa
Je valobasar rong jole geche
Sei rongtuku khuje pawa.
Sokhi valobasa kare koy
Nodir jole valobasa khijar kono
Ortho ki hoy.
Konnya amar kotha shono
Nodir prontore bon-jongole valobasa nei kono
Valobasa thake cokher maje
Cokhe cokhe shudhu cawa
Tai cokher jole tomar amar
Valobasa khuje pawa.
Sokhi valobasa kare koy
Nodir jole valobasa khojar
Kono ortho ki hoy.
No comments:
Post a Comment