test add

তোমারে লেগেছে এত যে ভালো (তালাত মাহমুদ/মাহমুদুন নবী) / Tomare legeche eto je bhalo -Mamudunn nabi/Talat Mahmood}

তোমারে লেগেছে এত যে ভালো (তালাত মাহমুদ/মাহমুদুন নবী)



তোমারে লেগেছে এত যে ভালো
 চাঁদ বুঝি তা জানে,
 রাতের বাসরে দোসর হয়ে
 তাই সে আমারে টানে।।
 রাতের আকাশে তারার মিতালী
 আমারে দিয়েছে সুরের গীতালী।
 কত যে আশায় তোমারে আমি
 জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী।
 আকুল ভ্রোমরা বলে সে কথা
 বকুলের কানে কানে।।
 এত যে কাছে চেয়েছি তোমারে
 এত যে প্রীতি দিয়েছ আমারে।
 এত যে পাওয়া কেমনে সহিব
 একাকী আমি নীরব আঁধারে।
 আকুল পাপিয়া ছড়ায়ে কথা

 বাতাসের কানে কানে।।
--মাহমুদুন নবী

No comments:

Post a Comment