তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
- মিনার, তাহসান
তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।
সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।
Tumi chaile bristhi, Megh o chilo raji
Opekkha sudur borshoner.
অপেক্ষা শুধু বর্ষনের...
ReplyDeleteWow just wow
ReplyDeletehttps://banglalyrics580.blogspot.com/
ReplyDeleteফেবারিটস
ReplyDeleteSotti Khub sundor Lagche asha kori emon Lyrics aro Pabo
ReplyDelete