test add

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায় [AAJ EI BRISTIR KANNA DEKHE MONE PORLO TOMAY]



আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়




শিল্পী: নিয়াজ মুহাম্মদ চৌধুরী
সুর: লাকী আখন্দ
কথা: কাওসার আহমেদ চৌধুরী

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে লুখিয়েছিলে ওই মুখ।

বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি
কতদুরে যাবে বল (২)
তোমার পথের সাথী হব আমি

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়।

একাকিনী আছ বসে পথ ভুলে গিয়েছ তুমি
কোন দূরে যাবে বল (২)
তোমার চলার সাথী হব আমি।

আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে লুখিয়েছিলে ওই মুখ। 


Audio Download:






AAJ EI BRISTIR KANNA DEKHE MONE PORLO TOMAY

Singer: Niaj Muhammad Chy
Song: Laki Akanda
Lyrics: Kawsar Ahmed Chy

Aaj ei bristir kanna dekhe mone porlo tomay
osru vora duti chokh
tumi byathar kajol mekhe lukiyesile  oi mukh.

bedonake  sathi kore pakha mele diyeso tumi
kotodure jabe bolo (2)
tomar pother sathi hobo ami.

Aaj ei bristir kanna dekhe mone porlo tomay.

Ekakini aso bose poth bhule giyeso tumi
kon dure jabe bolo (2)
tomar cholar sathi hobo ami.

Aaj ei bristir kanna dekhe mone porlo tomay
osru vora duti chokh
tumi byathar kajol mekhe lukiyesile  oi mukh.

No comments:

Post a Comment