যদি মন কাঁদে (মেহের আফরোজ শাওন)
যদি মন
কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়।
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়।
এসো ঝর
ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায় ।
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায় ।
যদিও তখন
আকাশ থাকবে
বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়।
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়।
নামিবে আঁধার
বেলা ফুরাবার
ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়।
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়।
Audio Download Link: Link1, Link2
Jodi mon kade (Meher Afroz sawon)
Jodi mon kade
Cole eso, cole eso
Ek boroshay.
Eso jhor jhor bristite
Jol vora dristite
Eso komolo syamolo chay.
Cole eso, cole eso
Ek boroshay.
Jodio tokhon akash thakbe boiri
Kodomguccho hate niye ami toiri.
Utola akash meghe meghe hobe kalo
Choloke coloke nacibe bijli aro
Tumi Cole eso, cole eso
Ek boroshay.
Namibe adhar bela furabar kkhone
Megh malla bristhiro mone mone,
Kodomguccho khopaye joraye diye
Jolvora mathe nacib tomay niye
Tumi Cole eso, cole eso
Ek boroshay.
No comments:
Post a Comment