test add

কলঙ্কিনী রাধা (রাধারমণ,অভিজিৎ বর্মন পটা) - Kalankini Radha (Radharaman, Obhijit bormon Pota)



 কলঙ্কিনী রাধা ( রাধারমণ)
শিল্পীঃ অভিজিৎ বর্মন পটা
ব্যান্ডঃ মরূদ্যান






বাসু দেব দাস বাউল এর কন্ঠে


মা-ই হে... কলঙ্কিনী রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা-য় তয় জলে না যাইও। (২)
মা-য় তয় জলে না যাইওওও......(২)
ও কি ও... !
হাটে না যাইও, বাঁটে না যাইও, ঘাঁটে না যাইও লাজে। (২)
মা-য় তয় আরো না যাইও লাজে।
মা-ই বো পায়ে নাম রাখিয়াছে কলঙ্কিনী রাঁধে
মা-য় তয় জলে না যাইও। (২)
জলে না যাইও
মা-য় তয় জলে না যাইও।
মা-ই হে... কলঙ্কিনী রাধা
কদম গাছে উঠিয়া আছে কানু হারামজাদা
মা-য় তয় জলে না যাইও।
ও কি ও...
যাইও নারে, যাইও নারে কদমতলা দিয়া। (২)
মা-য় তয় কদমতলা দিয়া।
কানা আবার দিছে ফান্দো রাধিকার লাগিয়া
ও কি ও...
কলসিতে পানি যমুনা বহু দূর। (২)
হাঁটিতে না পারে রাঁধে, পরিতে নূপুর
মা-য় তয় জলে না যাইও! (২)

1 comment: