test add

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম (পাপিয়া সারোয়ার)

 

নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম
 বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম
 বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম।।
 শিমূল যদি আমি হইতাম শিমূলের ডালে
 শোভা পাইত রূপ আমার ফাগুনেরও কালে
 বিধিরে কেনরে নারী হইতে গেলাম।।
 গলায় দিল নিঠুর ফাঁসি পিরিতেরও মালা
 কার দেওয়া রাখি হইল আমারও জ্বালা
 সখীরে কেনরে ভালোবেসেছিলাম।।

                    ---------------পাপিয়া সারোয়ার

No comments:

Post a Comment