এত ভালোবেসে তবু
মিটিলোনা সাধ
কতটুকু বলো এ জীবন এ জীবন
কতটুকু বলো এ জীবন
হায়
প্রেম যে অগাধ
প্রেম যে অগাধ
মিটিলোনা সাধ
কতটুকু বলো এ জীবন এ জীবন
কতটুকু বলো এ জীবন
হায়
প্রেম যে অগাধ
প্রেম যে অগাধ
তোমারে যে চেয়েছি
এত কাছে পেয়েছি
মন তবু রয়ে গেল পিপাসী
এত কাছে পেয়েছি
মন তবু রয়ে গেল পিপাসী
মনে হয় যেন আরো ভালোবাসি
আরো ভালোবাসি
রাতের তৃষ্ণা
তৃষ্ণা কি মেটে
বুকেতে জল
বুকেতে জল
আরো ভালোবাসি
রাতের তৃষ্ণা
তৃষ্ণা কি মেটে
বুকেতে জল
বুকেতে জল
পা গা মা রে সা নি
পা নি সা রে মা গা রে
রে মা পা নি ধা পা ধা মা পা ন সা রে নি সা
পা ধা মা পা নি ধা মা গা গা রে সা নি সা
পা নি সা রে মা গা রে
রে মা পা নি ধা পা ধা মা পা ন সা রে নি সা
পা ধা মা পা নি ধা মা গা গা রে সা নি সা
আমার এ ভালোবাসা ব্যথার মত
যত সে কাঁদায় লাগে মধুর তত
আমি যেন সৌরভ তুমি যে হাওয়া
তবু যেন সবটুকু হয়নি পাওয়া
এত সুখ তবু কেনো
একটু বিষাদ
যত সে কাঁদায় লাগে মধুর তত
আমি যেন সৌরভ তুমি যে হাওয়া
তবু যেন সবটুকু হয়নি পাওয়া
এত সুখ তবু কেনো
একটু বিষাদ
----------মান্না দে।
No comments:
Post a Comment