test add

তুমি আমার এমনি একজন

 

তুমি আমার এমনি একজন
 যারে এক জনমে ভালোবেসে
 ভরবে না মন
 এক জনমের ভালোবাসা
 এক জনমের কাছে আসা
 একটু চোখের পলক পড়তে
 লাগে যতক্ষণ

ভালোবাসার সাগর তুমি
 বুকে অথৈ জল
 তবু পিপাসাতে আঁখি
 হয়রে ছলছল
 আমার মিলনে বুঝি গো জীবন
 বিরহে মরণ
 বিরহে মরণ

প্রাণের প্রদীপ হয়ে তুমি
 জ্বলছ নিশিদিন
 কোন মোহরে শোধ হবে গো
 এত বড় ঋণ
 আমার ভালোবাসার ফুলে তোমার

 ভরাবো চরণ

No comments:

Post a Comment