test add

তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার (মাকসুদ)

তোমাকে দেখলে একবার

মরিতে পারি শতবার
তুমি নও তো কভু হারাবার
জীবনে মরণে
বিরহের এই নিশি লগনে
জেগে আছি শুধু দুজনে
বাতার তোমার অঙ্গ ছুঁয়ে
সুবাস নিয়ে আসে
বেঁচেই আছি গন্ধে তারই
নিঃশ্বাস নিঃশ্বাসে
কাছে থেকেও আছো দূরে
কত ব্যথা তাই অন্তরে
বন্দিনী গো কাঁদছো তুমি
আমায় মনে করে
তাইতো তোমার অশ্রুগুলি
বৃষ্টি হয়ে ঝরে
শত বাধা আজ ভেঙেচুরে
মন পেতে চায় তোমারে
———————-মাকসুদ

No comments:

Post a Comment