test add

চিরদিনই তুমি যে আমার (কিশোর কুমার) / Chirodini Tumi Je Amar (Kisor Kumar)

 চিরদিনই তুমি যে আমার (কিশোর কুমার)



চিরদিনই তুমি যে আমার
 যুগে যুগে আমি তোমারি
 আমি আছি সেই যে তোমার
 তুমি আছ সেই আমারই
 সঙ্গীসঙ্গী
 আমরা অমর সঙ্গী

এত কাছে রয়েছ তুমি
 আরো কাছে তোমাকে যে চাই
 তুমি ছাড়া এমন আপন
 আমার যে আর কিছু নাই
 আমি কি গো তোমাকে ছেড়ে
 একা একা থাকতে পারি

জীবন ফুরিয়ে যেদিন
 পাবো এক নতুন জীবন
 সেদিনও হবে একাকার
 দুজনার এই দুটি মন
 হৃদয়ের সব কবিতা
 ঝরে পড়ে ছন্দ তারি

——————–কিশোর কুমার

No comments:

Post a Comment