test add

বড় একা লাগে এই আঁধারে (মান্না দে)

 

বড় একা লাগে এই আঁধারে
 মেঘেরও খেলা আকাশও পাড়ে

সারাটি দিনের কাজে
 কি জানি কি ভেবে আমি
 কেমনে ছিলেম ভুলে
 এই বেদনা কে
 কে যে বলে দেবে
 এই আমাকে
 মেঘেরও খেলা আকাশও পাড়ে

এই তো ভালো ভাবি
 একা ভুলে থাকা
 থাকনা পরে পিছে
 এই পিছু ডাকা
 চেনা অচেনাতে
 যাকনা মিশে
 মেঘেরও খেলা আকাশও পাড়ে

————————- মান্না দে

No comments:

Post a Comment