আমার যমুনার জল দেখতে কালো (হুমায়ূন আহমেদ)
আমার যমুনার জল
দেখতে কালো
চান করিতে
লাগে ভাল
যৌবন মিশিয়া
গেল জলে
ঘটা পানিতে নামিয়া কন্যা ঘটা মাঞ্জন কর ,হাঁটু পানিত নাইমা তুমি কলসি জলে ভর
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে
নামিনা নামিনা আমি জলে নামি না দুষ্টু লোকের মিষ্ট কথায় আমি ভুলি না
জলেতে নামিতে আমার বড়ই লজ্জা হয় , কোন ফাকেতে দেইখা ফেলে আমার করে ভয়
নামেনা নামেনা কন্যা জলে নামে না
দুষ্ট লোকের মিষ্ট কথায় কন্যা ভোলে না
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে
উরাত পানিতে নাইমা কন্যা উরাত মাঞ্জন কর কোমর পানিতে নাইমা তুমি কলসি বুকত ধর
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে
আমি কন্যা সুখে ধইন্না নামব নাতো জলে ।
আমি ভুলব না ভুলব না গায়েন তোমার কথার ছলে
দুষ্ট লোকের মিষ্ট কথা তিক্ত তাহার ফল
পোস্ট অফিসে খবর আইছে যমুনাই নাই জল
নামেনা নামেনা কন্যা জলে নামে না
দুষ্ট লোকের মিষ্ট কথায় কন্যা ভোলে না
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে
ঘটা পানিতে নামিয়া কন্যা ঘটা মাঞ্জন কর ,হাঁটু পানিত নাইমা তুমি কলসি জলে ভর
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে
নামিনা নামিনা আমি জলে নামি না দুষ্টু লোকের মিষ্ট কথায় আমি ভুলি না
জলেতে নামিতে আমার বড়ই লজ্জা হয় , কোন ফাকেতে দেইখা ফেলে আমার করে ভয়
নামেনা নামেনা কন্যা জলে নামে না
দুষ্ট লোকের মিষ্ট কথায় কন্যা ভোলে না
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে
উরাত পানিতে নাইমা কন্যা উরাত মাঞ্জন কর কোমর পানিতে নাইমা তুমি কলসি বুকত ধর
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে
আমি কন্যা সুখে ধইন্না নামব নাতো জলে ।
আমি ভুলব না ভুলব না গায়েন তোমার কথার ছলে
দুষ্ট লোকের মিষ্ট কথা তিক্ত তাহার ফল
পোস্ট অফিসে খবর আইছে যমুনাই নাই জল
নামেনা নামেনা কন্যা জলে নামে না
দুষ্ট লোকের মিষ্ট কথায় কন্যা ভোলে না
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে
এই গানের ফিমেল ভয়েজ টা কার??@
ReplyDelete