পথের ক্লান্তি
ভুলে স্নেহ
ভরা কোলে
তব
মাগো, বলো কবে
শিতল হবো
|
কত দূর আর
কত দূর
বল মা?
আঁধারের
ভ্রুকুটিতে ভয় নাই,
মাগো তোমার চরণে
জানি পাবো
ঠাঁই,
যদি এ পথ চলিতে কাঁটা
বেঁধে পায়
হাসিমুখে
সে বেদনা
সবো ||
চিরদিনই
মাগো তব
করুণায়
ঘর ছাড়া প্রেম
দিশা খুঁজে
পায়
ঐ আকাশে যদি
কভু ওঠে
ঝড়
সে আঘাত বুক
পেতে লবো
||
যতই দুঃখ তুমি
দেবে দাও
জানি কোলে শেষে
তুমি টেনে
নাও,
মাগো তুমি ছাড়া
এ আঁধারে
গতি নাই
তোমায় কেমনে ভুলে
রবো ||
তোমার ভূবনে
মাগো এত
পাপ,
একি অভিশাপ, নাই
প্রতিকার?
মিথ্যারই
জয় আজ,
সত্যের নাই
তাই অধিকার
||
কোথায় অযোধ্যা কোথা
সেই রাম
কোথায় হারালো গুণধাম,
একি হলো একি
হলো,
পশু আজ মানুষেরই
নাম |
সাবিত্রী
সীতার দেশে
দাও দেখা
তুমি এসে
শেষ করে দাও
এই অনাচার
||
তোমার কঠিন হাতে
বজ্র কি
নাই
হিংসার
করো অবসান,
তোমার এ পৃথিবীতে
যারা অসহায়
তুমি মা তাদের
করো ত্রাণ
|
চরণতীর্থে
তব এবার
শরণ লবো
দুর্গম
এই পথ
হব পার
||
(ছায়াছবিঃ মরুতীর্থ
হিংলাজ, সুর
ও শিল্পীঃ
হেমন্ত মুখোপাধ্যায়)
No comments:
Post a Comment