জেল খানার চিঠি (লিমন)
দেয়ালের ওপারে আছে আকাশ
খেয়ালের নানা রং আছে বাতাস
সে আকাশ দেখা হয় না
সে বাতাস এসে ছোঁয় না
খেয়ালের নানা রং আছে বাতাস
সে আকাশ দেখা হয় না
সে বাতাস এসে ছোঁয় না
কেদে
যাই কেদে যাই কেদে
যাই
না , কেমন করে বল ঐ খানে যাই
যেখানে তুমি আর তোমরা আছ সবাই
না , কেমন করে বল ঐ খানে যাই
যেখানে তুমি আর তোমরা আছ সবাই
তাজ মহল রোডে বিকেল ঘড়ির চারটায়
সূর্য ঠিকি এসে গড়াগড়ি খায়
তোমার কোলের বারান্দায়
প্রতিক্ষাতেই রোজ নীল শার্ট জুতো কালো টাই
শার্ট জুতো কালো টাই
কাছা কাছি আছি তবুও নিখোঁজ
চলছে
জীবন আমাকে ছাড়াই
-----------শিল্পি : লিমন
-----------শিল্পি : লিমন
Jelkhanar cithi(Limon)
Deyaler Opare ache akash
Kheyaler nana rong ache batas
Se akash dekha hoyna
Se batas ese chooy na
Kede jai, kede jai, kede jai
Na, kemon kore bolo oikhane jai
Jekhane tumi ar tomra acho sobai.
Tajmohol road e bike ghuri
Surjo thik e ese goragori khai
Tomar koler barandai
Protikkhatei roj nil shart juto kalo
thai
Shart juto kalo thai
Kachakachi achi tobu o nikhoj
Cloche jibon amake charai.
No comments:
Post a Comment