test add

সরলতার প্রতিমা


তুমি আকাশের বুকে
বিষাদের উপমা
তুমি আমার চোখে
সরলতার প্রতিমা
আমি তোমাকেই গড়ি
ভেঙেচুরে শতবার
রয়েছ তুমি বহুদূরে
আমাকে রেখে ছলনায়
এই হৃদয় ভেঙে গেলে
জানো কি তা
লাগে না জোড়া
আমার পথে তোমার ছায়া
পড়লে আড়াল করে
থমকে যে যাবে জীবন গতি
সেকি তোমার অজানা
শ্রাবণ বেলায় তোমার কথা ভেবে
বিষণ্ন এই মন
আসার পথে দিয়েছি পাড়ি
যেথা তোমার বিচরণ

1 comment:

  1. ভুলভাল লিরিক্স লিখে রাখছে

    ReplyDelete