Jakhan Ratri Nijum (Kumar Sanu)
যখন রাত্রি
নিঝুম
নেই চোখে নেই
ঘুম
একলা শূণ্য ঘরে
তোমায় মনে পড়ে
মাগো
তোমায় মনে পড়ে
ভরবে জীবন
গানে গানে
এইতো আশা আমার
প্রাণে, মাগো
সেই আশাতে ঘর
ছেড়ে আজ
এলাম পথের পরে
তোমায় মনে পড়ে
মাগো
তোমায় মনে পড়ে
জানি তোমার
আশীষ পেলে
উঠব সকল বাঁধা
কেটে
তোমার আশীষ সকল
কাজে
পড়ছে মাথায় ঝরে
তোমায় মনে পড়ে
মাগো
তোমায় মনে পড়ে
——————কুমার শানু
No comments:
Post a Comment