test add

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় (আব্দুল জব্বার) / Tumiki dekhecho kovu jiboner porajoy - Abdul Jabbar

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় (আব্দুল জব্বার)


তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়
 বুকের দহনে করুণ রোদনে তীলে তীলে তার ক্ষয়
 তীলে তীলে তার ক্ষয়।।
 আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝড়ে যায়
 শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়
 আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়।।
 প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা বয়ে
 জীবন খাতার অনেক খবর রয়ে যায় অগোচরে
 কেউ তো জানেনা প্রাণের আকুতি বারে বারে কেন যায়
 স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়

 ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয়।।

আব্দুল জব্বার

No comments:

Post a Comment