মঙ্গল দ্বীপ
জ্বেলে
অন্ধকারে
দুচোখ আলোয়
ভরো প্রভু
তবু যারা বিশ্বাস
করে না
তুমি আছ
তাদের মার্জনা করো
তুমি।।
যে তুমি
আলো দিতে
প্রতিদিন সূর্য
উঠাও
ওদের বুঝিয়ে দাও
সেই তুমি
পাথরেও
ফুল যে
ফোঁটাও।
জীবন মরুতে করুনা
ধারায় ধরো
প্রভু।।
বল তার
কি অপরাদ
জন্ম হয়েছে
যার পাকে
তোমার ক্ষমা দিয়ে
তুমি ফোটাও
পদ্ম করে
তাকে
ভুল পথে গেলে
তুমি এসে
হাত ধর
প্রভু।।
—————– বাপ্পী
লাহিড়ী
No comments:
Post a Comment