তোমায় আপন
করে রাখবো
বলে
ভালো যে বেসেছি
তোমার দুটি চোখের
সাগরে আমি
হারিয়ে
গিয়েছি
আমার আঁচল
তলে
তোমায় লুকিয়ে রাখবো
তোমার ঠোঁটের শিরির
আমার অধরে মাখবো
প্রতি নিশ্বাসে আমার
অন্তরে
তোমাকে
রেখেছি
তোমার বুকের
মাঝে
সুখেরই
ছোট্ট ঘর
সে ঘরে থেকো
তুমি
আসুক না যতই
ঝড়
জীবনের
সবই তোমার
তরে আমি
বিলিয়ে
দিয়েছি
————— খালিদ হাসান মিলু,
সাবিনা ইয়াসমিন
No comments:
Post a Comment