আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও
আমি বারোমাস তোমার আশায় আছি
তুমি অবসর পাইলে আসিও
আষাঢ় শ্রাবণ ঘন বরষার সাথে
দিনগুলি কাটে না বিরহ ব্যথাতে
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও
দিনগুলি কাটে না বিরহ ব্যথাতে
অগ্রহায়ণে তুমি আদর জানিও
তুমি অবসর পাইলে আসিও
ভাদ্র আশ্বিনে কয় জনে জনে
কতকাল একা থাকো মন উচাটনে
আসছে মাসে না হয় পত্র দিও
তুমি অবসর পাইলে আসিও
কতকাল একা থাকো মন উচাটনে
আসছে মাসে না হয় পত্র দিও
তুমি অবসর পাইলে আসিও
পৌষ মাঘ কাটে না বুঝি এই শীতে
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
তুমি অবসর পাইলে আসিও
একটু কি পারো নাই কোনো খোঁজ নিতে
বৈশাখী ঝড় মনে শুধু জানিও
তুমি অবসর পাইলে আসিও
No comments:
Post a Comment