test add

তোমাদের সুখের এই নীড়ে (সৈয়দ আব্দুল হাদী)

 

তোমাদের সুখের এই নীড়ে
 আমাকে খোজ না বন্ধু
 আমি তো চলেছি ধীরে।।

আজ এই আসরে বন্ধু
 আমি শেষ গান শুনিয়ে যাব
 অশ্রু লুকিয়ে বন্ধু
 আমি স্বপ্নে রাঙ্গিয়ে দেব
 এই প্রেম কেঁদে যাক বন্ধু
 আমার হৃদয় ভীড়ে।।

দুঃখ করি না বন্ধু
 আমি ঝঞ্ঝার আকাশে পাখি
 দীর্ঘ নিশাসে বন্ধু
 আমি কান্তির ঠিকানা রাখি
 এই নাম ভুলে যেও বন্ধু
 হাজার নামের ভীড়ে।।

———————-  সৈয়দ আব্দুল হাদী


No comments:

Post a Comment