test add

তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী - (মিনার,তাহসান) / Tumi Chaile Bristhi Megh o chilo Raji - (Minar,Tahsan)



তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
                - মিনার, তাহসান 







তুমি চাইলে বৃষ্টি, মেঘও ছিল রাজী
অপেক্ষা সুদূর বর্ষনের,
মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান
বৃষ্টি তোমার আহবান।।


সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।


তুমি চাইলে জোছনা, স্বপ্নীল কোনো এক রাতে
আকাশটা ঘিরে প্রার্থনা,
চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে
জানিও তোমার অভ্যর্থনা।।


সাদা রঙের স্বপ্ন গুলো দিল নাকো ছুটি
তাইতো আমি বসে একা,
ঘাসফুলেদের সাথে আমি একাই কথা বলি
ঘাসফুল গুলো সব ছন্নছাড়া।।


Tumi chaile bristhi, Megh o chilo raji
Opekkha sudur borshoner.


ভাল আছি, ভালো থেকো (এন্ড্রু কিশোর, কনকচাঁপা) / Valo achi valo theko (andru kisore, konok capa)


ভাল আছি, ভালো থেকো (এন্ড্রু কিশোর, কণকচাঁপা)




ভাল আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরনে মুক্তর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে
-----------------
সুরকারঃ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
গীতিকারঃ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ


Audio Download: Link1,  Link2
Valo achi valo theko (andru kisore, konok capa)

Valo achi valo theko
Akasher thikanai cithi lekho
Dio tomar malakhani
Baul ei montare.
Amar vitore bahire ontore ontore
Acho tumi hridoy jhure.
Pushe jemon jhinuk
Kholoser aborone muktor sukh
Temni tomar govir choya
Vitorer nil bondore.
Dheke rakhe jemon kusum
Paporir abdale fosoler ghom
Temni tomar nibir cola
Moromer mul potho dhore.

------
Writer: Rudro Muhammad Shahidullah
 

আমার যমুনার জল দেখতে কালো (হুমায়ূন আহমেদ) / Amar Jamunar jol dekhte kalo (Humayun Ahmed)



আমার যমুনার জল দেখতে কালো (হুমায়ূন আহমেদ)



আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে
ঘটা পানিতে নামিয়া কন্যা ঘটা মাঞ্জন কর ,হাঁটু পানিত নাইমা তুমি কলসি জলে ভর
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে

নামিনা নামিনা আমি জলে নামি না দুষ্টু লোকের মিষ্ট কথায় আমি ভুলি না
জলেতে নামিতে আমার বড়ই লজ্জা হয় , কোন ফাকেতে দেইখা ফেলে আমার করে ভয়

নামেনা নামেনা কন্যা জলে নামে না
দুষ্ট লোকের মিষ্ট কথায় কন্যা ভোলে না
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে

উরাত পানিতে নাইমা কন্যা উরাত মাঞ্জন কর কোমর পানিতে নাইমা তুমি কলসি বুকত ধর
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে

আমি কন্যা সুখে ধইন্না নামব নাতো জলে
আমি ভুলব না ভুলব না গায়েন তোমার কথার ছলে
দুষ্ট লোকের মিষ্ট কথা তিক্ত তাহার ফল
পোস্ট অফিসে খবর আইছে যমুনাই নাই জল

নামেনা নামেনা কন্যা জলে নামে না
দুষ্ট লোকের মিষ্ট কথায় কন্যা ভোলে না
আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে

যদি মন কাঁদে (মেহের আফরোজ শাওন) / Jodi mon kade (Meher Afroz sawon)


যদি মন কাঁদে (মেহের আফরোজ শাওন) 


 
যদি মন কাঁদে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়

এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায়
যদিও তখন আকাশ থাকবে বৈরি
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি ।।
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ছলকে ছলকে নাচিবে বিজলী আরো
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়

নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষণে
মেঘ মাল্লা বৃষ্টিরও মনে মনে ।।
কদম গুচ্ছ খোঁপায়ে জড়ায়ে দিয়ে
জল ভরা মাঠে নাচিব তোমায় নিয়ে
তুমি চলে এসো, চলে এসো
এক বরষায়

Audio Download Link: Link1, Link2


Jodi mon kade (Meher Afroz sawon)

 

Jodi mon kade
Cole eso, cole eso
Ek boroshay.
Eso jhor jhor bristite
Jol vora dristite
Eso komolo syamolo chay.
Cole eso, cole eso
Ek boroshay.

Jodio tokhon akash thakbe boiri
Kodomguccho hate niye ami toiri.
Utola akash meghe meghe hobe kalo
Choloke coloke nacibe bijli aro
Tumi Cole eso, cole eso
Ek boroshay.

Namibe adhar bela furabar kkhone
Megh malla bristhiro mone mone,
Kodomguccho khopaye joraye diye
Jolvora mathe nacib tomay niye
Tumi Cole eso, cole eso
Ek boroshay.


 

ও আমার উড়াল পঙ্খী রে (হুমায়ুন আহমেদ) / O amar ural pongkhi re (Humayun Ahmed)


 আমার ড়া পঙ্খী রে 

   ..............(হুমায়ুন আহমেদ)





আমার ড়া পঙ্খী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে,
আমার চোক্ষে বৃষ্টি পড়ে
তোর হইবে মেঘের উপরে বাসা

, আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা
তোর হইল মেঘের উপরে বাসা

আমার ড়া পঙ্খী রে..

মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাক
সুখ দু: দুই বইনেরে কোলের উপরে রাখ
মাঝে মইধ্যে কান্দন করা মাঝে মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা

আমার ড়া পঙ্খী রে
যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে
আমার চোক্ষে বৃষ্টি পড়ে,
তোর হইবে মেঘের উপরে বাসা


 Audio Download: Link1, Link2

O amar ural pongkhi re  (Humayun Ahmed)

O amar ural pongkhi re
ja ja tui ural diya ja.
Ami thakbo matir ghore
Amar cokkhe bristhi pore
Tor hoibe megher upre basa.
O, amar mone bejai kostho
Sei kosto hoilo noshto
Dui cokkhe vaor korilo
Adhar nirasha
Tor hoilo megher upre basa.

Meghboti meghkumari megher upre thak
Such dukh dui bonere koler upre rakh
Majhe moiddhe kandon kora
Majhe moiddhe hasa
Meghboti aj niyeche megher upore basa
O amar ural pongkhi re
ja ja tui ural diya ja.
Ami thakbo matir ghore
Amar cokkhe bristhi pore
Tor hoibe megher upre basa.