test add

কতদূর - তাহসান / Kotodur - Tahsan

কতদূর - তাহসান 



দূরের আকাশ আজ রঙিন হল বদলে যাওয়ার নিয়মে,
তাই বদলে গেছে সব
ইচ্ছেগুলো সঙ্গী করে তোমাকে
দেখো উড়ছে দূরে কত রঙিন
ঘুড়ি উড়তে থাকা মিছিলে,
আর দেখছি তোমায় দুচোখ
জুড়ে বন্দী তোমার মায়াতে
কত দূর, কত পথ একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে অবাক
হয়ে খুঁজে পাওয়াতোমাকে
ঘুম ভেঙ্গে ওঠা ভোরের উদাস হাওয়া চোখ
মেলে তাকিয়ে,
ডানা মেলে ওড়া স্মৃতির ঘরে ফেরা তোমায়
জুড়ে হারিয়ে,
কত দূর, কত পথ একা একা ছুটে যাওয়া,
দিন শেষে পথের বাঁকে অবাক
হয়ে খুঁজে পাওয়াতোমাকে
অনেক অবুঝ চাওয়া তোমায়
ফিরে পাওয়া আঁধার কোথায় পালিয়ে,
মনের গহীন দ্বারে সময় কড়া নাড়ে
আছো তুমি পাশে


Ai dūrēra ākāśa āja raṅina hala badalē yā'ōẏāra
niẏamē,
tā'i badalē gēchē saba
icchēgulō saṅgī karē tōmākē
dēkhō uṛachē dūrē kata raṅina
ghuṛi uṛatē thākā michilē,
āra dēkhachi tōmāẏa du’cōkha
juṛē bandī tōmāra māẏātē
kata dūra, kata patha ēkā ēkā chuṭē yā'ōẏā,
dina śēṣē pathēra bām̐kē abāka
haẏē khum̐jē pā'ōẏā…tōmākē.
Ghuma bhēṅgē ōṭhā bhōrēra udāsa hā'ōẏā cōkha
mēlē tākiẏē,
ḍānā mēlē ōṛā smr̥tira gharē phērā tōmāẏa
juṛē hāriẏē,
kata dūra, kata patha ēkā ēkā chuṭē yā'ōẏā,
dina śēṣē pathēra bām̐kē abāka
haẏē khum̐jē pā'ōẏā…tōmākē.
Anēka abujha cā'ōẏā tōmāẏa
phirē pā'ōẏā ām̐dhāra kōthāẏa pāliẏē,
manēra gahīna dbārē samaẏa kaṛā nāṛē…
āchō tumi pāśē…

No comments:

Post a Comment