test add

কে আঁকে অন্য ছবি (তাহসান) / Ke ake onno chobi - (Tahsan)

কে আঁকে অন্য ছবি    

….. তাহসান




মাঝে মাঝে তোমায়
ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি ()
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা ()
মাঝে মাঝে তোমায়
ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি
মাঝে মাঝে আকাশে চেয়ে উদাসী হয়ে থাক
বুঝিনা যে তখন তুমি কার কথা যে ভাব
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা ()
মাঝে মাঝে তোমায়
ভেবে এলোমেলো লাগে সবি
মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি
মাঝে মাঝে কথার ফাঁকে হঠাৎ তুমি থেমে যাও
বুঝিনাত যে কথাটি আড়াল করে যে যাও
কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারিনা
এত চেনা তবু যেনো লাগে অচেনা ()
মাঝে মাঝে
মাঝে মাঝে তোমায়
ভেবে এলোমেলো লাগে সবি

Google Translate:

Ke ake onno chobi - Tahsan


Mājhē mājhē tōmāẏa
bhēbē ēlōmēlō lāgē sabi
mājhē mājhē tōmāra cōkhē kē ām̐kē an'ya
chabi (2)
kichutē tōmāra manaṭā āmi bujhatē pārinā
ēta cēnā tabu yēnō lāgē acēnā (2)
mājhē mājhē tōmāẏa
bhēbē ēlōmēlō lāgē sabi
mājhē mājhē tōmāra cōkhē kē ām̐kē an'ya chabi
mājhē mājhē ākāśē cēẏē udāsī haẏē thāka
bujhinā yē takhana tumi kāra kathā yē bhāba
kichutē tōmāra manaṭā āmi bujhatē pārinā
ēta cēnā tabu yēnō lāgē acēnā (2)
mājhē mājhē tōmāẏa
bhēbē ēlōmēlō lāgē sabi
mājhē mājhē tōmāra cōkhē kē ām̐kē an'ya chabi
mājhē mājhē kathāra phām̐kē haṭhāṯ tumi thēmē yā'ō
bujhināta yē kathāṭi āṛāla karē yē yā'ō
kichutē tōmāra manaṭā āmi bujhatē pārinā
ēta cēnā tabu yēnō lāgē acēnā (2)
mājhē mājhē…
mājhē mājhē tōmāẏa
bhēbē ēlōmēlō lāgē sabi…

No comments:

Post a Comment