মেলায় যাইরে, মেলায় যাইরে
…………… মাকসুদুল হক ব্যান্ডঃ ফিডব্যাক
জেগেছে বাঙ্গালির ঘরে ঘরে এ কি মাতন দোলা
জেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন দোলা
বছর ঘুরে এলো আরেক প্রভাত নিয়ে
ফিরে এলো সুরের মঞ্জুরী
পলাশ শিমুল গাছে লেগেছে আগুন
এ বুঝি বৈশাখ এলেই শুনি
মেলায় যাইরে মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে
জেগেছে রমণীর খোপাতে বেলী ফুলের মালা
ভিনদেশী সুগন্ধী মেখে আজ প্রেমের কথা বলা
রমনা বটমূলে গান থেমে গেলে
প্রখর রোদে এ যেন মিছিল চলে
ঢাকার রাজপথে রঙের মেলায়
এ বুঝি বৈশাখ এলেই শুনি...
মেলায় যাইরে মেলায় যাইরে
বাসন্তী রঙ শাড়ি পড়ে ললনারা হেটে যায়
ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই
মেলায় যাই রে মেলায় যাই রে
Melay Jaire, Melai Jaire
Melay Jaire, Melai Jaire
jēgēchē bāṅgālir gharē gharē
ē ki mātan dōlā
jēgēchē surēra'i tālē tālē hr̥daẏ mātan dōlā
bachar ghurē ēlō ārēk prabhāt niẏē
phirē ēlō surēr mañjurī
palāś śimul gāchē lēgēchē āgun
ē bujhi baiśākh ēlē'i śuni
Melay Jaire, Melai Jaire
bāsantī raṅg śāṛi paṛē lalanārā hēṭē jāẏ
oi bakhāṭē chēlēdēr bhiṛē lalanādēr rēhā'i nā'i
mēlāẏ jā'i rē mēlāẏ jā'i rē
jēgēchē ramaṇīr khōpātē bēlī phulēr mālā
bhinadēśī sugandhī mēkhē āja prēmēr kathā
balā
ramanā baṭamūlē gān thēmē gēlē
prakhar rōdē ē jēno michil calē
ḍhākār rājapathē
raṅgēr mēlāi
ē bujhi baiśākh ēlē'i śuni...
Mēlāẏ jā'irē mēlāẏ jā'irē
bāsantī raṅg śāṛi poṛi lalanārā hēṭē jāẏ
oi bakhāṭē chēlēdēr bhiṛē lalanādēr rēhā'i nā'i
Melay Jaire, Melai Jaire
No comments:
Post a Comment