test add

বুঝিনি এতটুকু তোমাকে(তাহসান)/ Bujini Etotuku Tomake (Tahsan)

বুঝিনি এতটুকু তোমাকে
…………….তাহসান


বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে
মেঘের পরে আলোর ভীড়ে
তুমি প্রথম চেয়েছিলে
বুঝিনি আমি তোমাকে দেখে
রেখেছো যে কত মায়া-প্রেম
বুঝতে দাও নি কোন আমাকে
সাজিয়েছো যা হৃদয়ে
ছাঁয়া হয়ে ছিলে পাশে
বল কি করে যাবো তোমায় রেখে

Bujhini ētaṭuku tōmākē
hāriẏēchilāma sbapnēra ghōrē
kataṭā patha ghurē ēsēchi
tumi bandhu āmāra chilē pāśē
mēghēra parē ālōra bhīṛē
tumi prathama cēẏēchilē
bujhini āmi tōmākē dēkhē
rēkhēchō yē kata māẏā-prēma
bujhatē dā'ō ni kōna āmākē
sājiẏēchō yā hr̥daẏē
chām̐ẏā haẏē chilē pāśē
bala ki karē yābō tōmāẏa rēkhē…

No comments:

Post a Comment