test add

আমি অপার হয়ে বসে আছি (লালন ফকির) - Ami Opar hoye bose achi (Lalon Fakir)



আমি অপার হয়ে বসে আছি
                --- লালন ফকির, ফরিদা পারভিন



আমি একা রইলাম ঘাঁটে, ভানু সে বসিল পাটে
আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখি উপায় ।।
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময়,
পারে লয়ে যাও আমায় ।।

নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিতপবন, তাইতে দিই দোহাই
ওপারে লয়ে যাও আমায় ..........

অগতির না দিলে গতি, নামে হবে অখ্যাতি
লালন কয় অকূলের গতি, কে বলবে তোমায় ??
ওপারে লয়ে যাও আমায় .....
আমি অপার হয়ে বসে আছি - ওহে দয়াময়,
পারে লয়ে যাও আমায় .................

Ami Opar hoye bose achi (google Phonetic)
                ----Lalon Fakir

Āmi apāra haẏē basē āchi - ōhē daẏāmaẏa,
pārē laẏē yā'ō āmāẏa..
Āmi ēkā ra'ilāma ghām̐ṭē, bhānu sē basila pāṭē.
Āmi tōmā binē ghōra saṅkaṭē, nā dēkhi upāẏa..
Āmi apāra haẏē basē āchi - ōhē daẏāmaẏa,
pārē laẏē yā'ō āmāẏa..

Nā'i āmāra bhajana sādhana, ciradina kupathē gamana
nāma śunēchi patitapabana, tā'itē di'i dōhā'i.
Ōpārē laẏē yā'ō āmāẏa..........

Agatira nā dilē gati, ō nāmē habē akhyāti
lālana kaẏa akūlēra gati, kē balabē tōmāẏa??
Ōpārē laẏē yā'ō āmāẏa.....
Āmi apāra haẏē basē āchi - ōhē daẏāmaẏa,
pārē laẏē yā'ō āmāẏa................

No comments:

Post a Comment