test add

তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে/ Tumi kokhon Ase Dariya acho amar ojante

তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে
            ......মাহমুদুন নবী




তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে
আমার গানের প্রান্তে, তুমি দাঁড়িয়ে আছো গো।।
তুমি প্রথম বুঝিয়ে দিলে একা থাকা ওগো কারে বলে
জীবনে তোমার কত প্রয়োজন সে কথাটি যদি জানতে
আমার গানের প্রান্তে, তুমি দাঁড়িয়ে আছো গো।।
ভাঙ্গলে যখন নীরবতা রমনীও হলো যত ব্যাথা।
(
আহা) ভাললাগা এই ক্ষণটুকু আরো আগে যদি আনতে
আমার গানের প্রান্তে, তুমি দাঁড়িয়ে আছো গো।।

Tumi kakhana ese dariye acho amara ajante
āmāra gānēra prāntē, tumi
dariye āchō gō..
Tumi prathama bujhiẏē dilē ēkā thākā ōgō kārē balē
jībanē tōmāra kata praẏōjana sē kathāṭi yadi jānatē
āmāra gānēra prāntē, tumi dām̐ṛiẏē āchō gō..
Bhāṅgalē yakhana nīrabatā ramanī'ō halō yata byāthā.
(Āhā) bhālalāgā ē'i kṣaṇaṭuku ārō āgē yadi ānatē
āmāra gānēra prāntē, tumi dām̐ṛiẏē āchō gō..




No comments:

Post a Comment