test add

খেলিছ এ বিশ্বলয়ে / Khelicho e biswalaye (Kazi Nazrul Islam)



খেলিছ এ বিশ্বলয়ে
 
      .......কাজী নজরুল ইসলাম


খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশুর আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা
নিরজনে প্রভু নিরজনে।।
শূণ্যে মহা আকাশে
তুমি মগ্ন লীলা বিলাসে
ভাঙ্গিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে
নিরজনে প্রভু নিরজনে।।
তারকা রবি শশী
খেলনা তব হে উদাসী
পড়িয়া আছে রাঙা
পায়ের কাছে রাশি রাশি।
নিত্য তুমি হে উদার
সুখে-দুখে অবিকার।
হাসিছ খেলিছ তুমি আপন সনে
নিরজনে প্রভু নিরজনে।।


Khelicho e biswalaye
            Kazi Nazrul Islam

Khelicho e biswalaye
birāṭ śiśu ānamanē. khelicho
Pralaẏa sr̥iṣṭi taba putulo khēlā
nirajanē prabhu nirajanē.. khelicho
Śūṇyē mahā ākāśē
tumi magna līlā bilāsē
bhāṅgicha gaṛicha nīti kṣaṇē kṣaṇē
nirajanē prabhu nirajanē.. khelicho
Tārakā rabi śaśī
khēlanā taba hē udāsī
paṛiẏā āchē rāṅā
pāẏēra kāchē rāśi rāśi.
Nitya tumi hē udār
sukhē-dukhē abikār.
Hāsicho khēlicho tumi āpano sanē
nirajanē prabhu nirajanē

No comments:

Post a Comment