শাওন–রাতে যদি স্মরণে আসে মোরে
---- কাজী নজরুল ইসলাম
শাওন–রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।।
ভুলিও স্মৃতি মম, নিশীথ–স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।।
ঝুরিবে পূবালি বায় গহন দূর–বনে,
রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে।
বিরহী কুহু–কেকা গাহিবে নীপ–শাখে
যমুনা–নদীপারে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দীপ–শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’ হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।
বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।।
ভুলিও স্মৃতি মম, নিশীথ–স্বপন সম
আঁচলের গাঁথা মালা ফেলিও পথ ‘পরে।।
ঝুরিবে পূবালি বায় গহন দূর–বনে,
রহিবে চাহি’ তুমি একেলা বাতায়নে।
বিরহী কুহু–কেকা গাহিবে নীপ–শাখে
যমুনা–নদীপারে শুনিবে কে যেন ডাকে।
বিজলী দীপ–শিখা খুঁজিবে তোমায় প্রিয়া
দু’ হাতে ঢেকো আঁখি যদি গো জলে ভরে।।
Shawono
Raate Jodi smorone ase moore
Bahire
jhorh bohe, noyone bari jhore.
Vulio
smriti momo, nishith-swopono-somo
Achole
gatha mala felio poth pore.
Jhuribe
pubali bay gohono dur-boone,
Rohibe
cahi tumi ekela batayone.
Bihori
kuhu-keka gahibe nip shakhe
Jomina-nodipare
shunibe ke jen dake.
Bijli
dip-dhikha khujibe tomay priya
Duhate
dheko akhi jodigo jole vore.
No comments:
Post a Comment