test add

আমার বাবার মুখে প্রথম যেদিন (এন্ড্রু কিশোর,আহমেদ ইমতিয়াজ বুলবুল )/ Amar babar Mukhe (Andru Kishor, Ahmed Imtiaz Bulbul)


আমার বাবার মুখে প্রথম যেদিন
কন্ঠঃ এন্ড্রু কিশোর
কথা ও সুরঃ  আহমেদ ইমতিয়াজ বুলবুল


আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান 
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ,
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।

শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি,
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।

বাবা যেন আজও স্বর্গে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ,
কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ। 

আমার বাবার মুখে প্রথম যেদিন (এন্ড্রু কিশোর,আহমেদ ইমতিয়াজ বুলবুল )/ Amar babar Mukhe (Andru Kishor, Ahmed Imtiaz Bulbul)

বাবা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Baba (James, Prince Mahmud)


বাবা
শিল্পীঃ জেমস
সুরকারঃ প্রিন্স মাহমুদ


ছেলে আমার বড় হবে,
মাকে বলত সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহাসের পাতায়
নিজ হাতে খেতে পারতাম না,
বাবা বলত ও খোকা যখন আমি থাকবনা,
কি করবি রে বোকা

এতো রক্তের সাখে রক্তের টান স্বার্থের অনেক উর্ধ্বে হঠাৎ
অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়ল
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবী তোমার
ইজিচেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজো শুনি, ভোরে ভাঙ্গাবেনা ঘুম তুমি জানি
শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানী

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥


বাবা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Baba (James, Prince Mahmud)

পদ্ম পাতার জল -কবিতা (জেমস)/ Podmo patar jol - Kobita (James)

পদ্ম পাতার জল (কবিতা)

শিল্পীঃ জেমস





কবিতা, তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল।
বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।


পদ্ম পাতার জল -কবিতা (জেমস)/ Podmo patar jol - Kobita (James)

দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ (জেমস,প্রিন্স মাহমুদ)/ Dosh mas dosh din tore gorbhe dharon (James, Prince Mahmud)

দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
শিল্পীঃ জেমস
সুরকারঃ প্রিন্স মাহমুদ



দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন,
হঠা
কোথায় না বলে হারিয়ে গেল
জন্মান্তরের বাঁধন কোথা হারালো।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে।
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা।
ওরে তারা রাতের তারা মা
কে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ
অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয়মুখ
অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই
বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পাই।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দুর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা
ওরে তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেঁদেছি আর কাঁদতে পারিনা।


দশমাস দশদিন ধরে গর্ভে ধারণ (জেমস,প্রিন্স মাহমুদ)/ Dosh mas dosh din tore gorbhe dharon (James, Prince Mahmud)

ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু (জেমস)/ Ful nebe na osru nebe bondhu (James)

ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু
শিল্পীঃ জেমস


ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু।
যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়
এই দুচোখের ভর উঠা জলধারা।।
যদি তুমি না আস এ হৃদয় গহীনে
নিঃস্বাসে লাভ কি?
বাঁচা কোন কারণে
দেরি নয় দেরি নয় সুন্দরীতমা
চিৎকার করে বল
ভাল নেই তুমি ছাড়া।।
শুধু তোমার সম্মতিতে
পৃথিবী আমার হাসে
বুঝবে সে জন শুধু
যে মানুষ ভালবাসে
দেরি নয় দেরি নয় সুন্দরীতমা
চি
কার করে বল
ভাল নেই তুমি ছাড়া।।
যদি ফুল ফিরিয়ে দাও
তবে দিতে পারি তোমায়
এই দুচোখের ভর উঠা জলধারা।।



ফুল নেবে না অশ্রূ নেবে বন্ধু (জেমস)/ Ful nebe na osru nebe bondhu (James)

ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে (জেমস,প্রিন্স মাহমুদ)/ Oi dur pahare lokaloy chere dure (James, Prince Mahmud)

ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে
শিল্পীঃ জেমস


ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে
মন কেড়েছিলো এক দুরন্ত মেয়ে সেই কবে
হিমছড়ির বাঁকে
ও দুষ্টু মেয়ে দেখেছিলাম তোমাকে।।
মেঠো পথে ধুলো মাখা গায়ে
পায়ে পায়ে বুনো ছায়া, কাঁপন জাগায়
ফুলে ফুলে দোলা জাগে, সুখেতে
থেকে থেকে ওঠে, গেয়ে গেয়ে পাখিরা
দীঘির বুকে রোদ মাখা জলে
ধীরে ধীরে কেটে সাঁতার, চলে যাই ওপার
নেচে নেচে ওঠে যেন, স্রোতেরা
মাঝে মাঝে দুরে, যেন বাজে বাঁশিটা।।


ঐ দুর পাহাড়ে লোকালয় ছেড়ে দুরে (জেমস,প্রিন্স মাহমুদ)/ Oi dur pahare lokaloy chere dure (James, Prince Mahmud)

আমার সোনার বাংলা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Amar Sonar Bangla (James, Prince Mahmud)

আমার সোনার বাংলা
শিল্পীঃ জেমস
সুরকারঃ প্রিন্স মাহমুদ


তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সারোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের একাক্তরের দিনগুলি
তুমি জসিম উদদীনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ
তুমি শহীদ মিনারের প্রভাতফেরী, ভাইহারা একুশের গান
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি
………
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর
তুমি সুরের পাখি আব্বাসের দরদভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্নানদীর টান
তুমি সুফিয়া কামালের কাব্যভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শাণিত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি
………..
তুমি বিস্মৃত লগ্নমাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম, প্রথম ও শেষ ছোঁয়ায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তিসংগ্রামে সোনাধরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি
……..

আমার সোনার বাংলা (জেমস,প্রিন্স মাহমুদ)/ Amar Sonar Bangla (James, Prince Mahmud)



বিজলী চলে যেও না (জেমস)/ Bijli Colejeona (James)


বিজলী চলে যেও না
------জেমস


চোখের দেখাই মনের দেখা হয়,
চোখের দেখাই যদি মনে রয়
ভালোবেসে তোমরা তাকে কি বলবে, কি বলবে ?
ও বিজলী চলে যেও না, ও বিজলী চলে যেও না,
সব কথা কি খুলে বলা যায়,
কিছু হবে চোখের ইশারায় ও বন্ধু
কিছু হবে চোখের জল নির্দেশ হইবো।
কি বলবে ? ও বিজলী চলে যেও না, ও বিজলী চলে যেও না ।
মনে আমার ধরেছে নেশা
বুকে আমার কামনার তৃষ্ণা
রূপের যাদু বড় যাদু গো,
মনের মায়া বড় মায়া গো
মায়ার জালে পরছি ধরা
ও বিজলী

ও বিজলী চলে যেও না, ও বিজলী চলে যেও না।
তোমায় আমি করেছি নিশানা,
মনের আড়াল হতে দিব না
হিয়ায় বাঁধা পরেছে হিয়া
কনোদিনও ছেড়ে যেও না গো সোনা
যাইও না, যাইও না চলিয়া
ও বিজলী

ও বিজলী চলে যেও না,ও বিজলী চলে যেও না।
চোখের দেখাই মনের দেখা হয়,
চোখের দেখাই যদি মনে রয়
ভালোবেসে তোমরা তাকে কি বলবে, কি বলবে ?
ও বিজলী চলে যেও না, ও বিজলী চলে যেও না,
সব কথা কি খুলে বলা যায়,
কিছু হবে চোখের ইশারায় ও বন্ধু
কিছু হবে চোখের জল নির্দেশ হইবো।
ও বিজলী

ও বিজলী চলে যেও না, ও বিজলী চলে যেও না ।।
যেও না, যেও না বিজলী চলে যেও না, যেও না
……………..

বিজলী চলে যেও না (জেমস)/ Bijli Colejeona (James)




মধু হৈই হৈই বিষ খাওয়াইলা (আব্দুর রশিদ, সন্দীপন)/ Modhu hoi hoi bish khawaila(Abdur Rashid, Sodipon)

মধু হৈই হৈই বিষ খাওয়াইলা
----আব্দুর রশিদ



মধু হৈই হৈই
বিষ খাওয়াইলা .
হন কারনে ...
ভালবাসার দাম নও দিলা
হন দোষ আণ পাই
ভালবাসার দাম ন...দিলা.

আশা আছিল তোয়ারে লই
বাইন্দুম একখান সুখেরি ঘর.
সুখের বদল দুঃখ দিলা..
হন কারনে ..
ভালবাসার দাম ন... দিলা.

প্রেম নদীতে অন্যর টানর
 
আঁরে কেন ফেলাই গেলা.
এণ করি কেন ভুল বুঝিলা ...
হন কারনে ..
ভালবাসার দাম ন... দিলা.

মধু হৈই হৈই বিষ খাওয়াইলা (আব্দুর রশিদ, সন্দীপন)/ Modhu hoi hoi bish khawaila(Abdur Rashid, Sodipon)


আইজ পাশা খেলবো রে শ্যাম (সেলিম চৌধুরী, দীনহীন) / Aj Pasha Khelbore syam (Selim Chowdhury)

আইজ পাশা খেলবো রে শ্যাম (দীনহীন)
-------সেলিম চৌধুরী



ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
একেলা পাইয়াছি হেতা পলাইয়া যাবে কোথায় ।।
চৌদিকে ঘিরিয়ারে রাখবো ।।
সব সখি সনে
আইজ পাশা খেলবো রে শ্যাম
আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায় ।।
ছিটাইয়া দাও ছোয়া চন্দন ।।
ঐ রাঙ্গা চরণে
আইজ পাশা খেলবো রে শ্যাম
দীনহীন আর যাবে কোথায়
বন্ধের চরণ বিহনে ।।
রাঙ্গা চরণ মাথায় নিয়া দীন হীন কান্দে ।।
আইজ পাশা খেলবো রে শ্যাম
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিঠুর বনে
আইজ পাশা খেলবো রে শ্যাম

আইজ পাশা খেলবো রে শ্যাম (সেলিম চৌধুরী) / Aj Pasha Khelbore syam (Selim Chowdhury)

দীনহীন
বাউল কবি ও শিল্পী।

১৮৫৫ খ্রিষ্টাব্দে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি বাউল গান এবং বাউল ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। তিনি চৈতন্যদের, লালন, শীতালং শাহ, কিংবা হাসন রাজার ভাব-দর্শন দ্বারা প্রভাবিত হয়ে, বহু গান রচনা করেন। তাঁর জীবদ্দশাতেই সিলেট অঞ্চলে জনপ্রিয় বাউল কবি এবং শিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।  এ পর্যন্ত তাঁর রচিত পাঁচশত গানের সন্ধান মিলেছে।  ১৯৫৬ খ্রিষ্টাব্দে 'দীনহীন সঙ্গীত' নামে তাঁর ১টি গানের সংকলন প্রকাশিত হয়।

১৯২০ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। 


আঁধার ঘরত রাত কাডাইয়ুম (রমেশ শীল, চাটগাইয়া গান) / Adhar ghorot raat hadaium (Catgaia gaan, Romesh Shil)

আঁধার ঘরত রাত কাডাইয়ুম (রমেশ শীল, চাটগাইয়া গান)



আঁধার ঘরত রাত কাডাইয়ুম,
কারে লই, বন্ধু গেলে গই,
গলাগলি কোলাকুলি,
কইরতাম কত তারে লই।

তেঁ খাইলে আঁইও খাইতাম,
আঁই খাইলে তেঁই,
দুইজনে থাইকতা্ম একসাথেই,
সুখে দঃখে দিনে রাইতে,
থাইকতাম তারে বুকে লই।

তার সঙ্গে মোর চলন-ফিরন,
তার সঙ্গে মোর মেলা,
সদা চইলত প্রেম খেলা,
মোরে করি অবহেলা,
চলি যার কার আশা লই।

আঁর কাট্যা ( ডানা কাটা ) তোতা্র মত,
প্রেমের বান ছিঁড়ি,
যার গই কোন দেশেত উড়ি,
যাইবার কালে মাতাই নো গেল,
এ দুঃখ আর কারে কই, বন্ধু গেলে গই।

হাসি-খুশি, রং-তামশা,
সকলই অসাড়, এইসব দুই'দিনর কারবার,
আঁধার ঘরত পড়ি থাইক্কুম,
খাইল্লা ঘরত পড়ি থাইক্কুম,
সুখের-দুঃখের বোঝা লই, বন্ধু গেলে গই।

রমেশ কয়,
দরদী বন্ধু, যেই দিনে ছাড়িবো,
তোরে আর কনে চাইবো,
বাড়ির বাহির করে দিবো,
ঘরের বাহির করে দিবো,
ভাই-বন্ধু-বোন কাঁধে লই, বন্ধু গেলে গই।

আঁধার ঘরত রাত কাডাইয়ুম (রমেশ শীল, চাটগাইয়া গান) / Adhar ghorot raat hadaium (Catgaia gaan, Romesh Shil)

যদি সুন্দর একখান মুখ পাইতাম (চাটগাইয়া গান, শেফালী ঘোষ) / Jodi Sundor Ekkhan mukh paitam(Catgaia Gaan, Shefali Ghosh)

যদি সুন্দর একখান মুখ পাইতাম (চাটগাইয়া গান, শেফালী ঘোষ) 




যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।
এক দিন্থর লাই ডাকি তারে
হাউশের পিরীত শিখাইতাম ।
আমি হাউশের পিরীত শিখাইতাম

নয়া মুখের নয়া কথা হুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত
হাসির ও ভিতর ,
প্রেমের মালা দো্থনো হাতে
তার গলাত পরাইতাম ।
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।

রসের কথা, রসের পিরীত
যদি ন জানে ,
দুইয়ান একখান কইতাম তারে
প্রেমের কারণে ।
নর-নারীর হাউশের পিরীত
কি মজা তারে বুঝাইতাম ,
আমি কি মজা তারে বুঝাইতাম।
মইশখালীর পানের খিলি তারে
বানাই খাবাইতাম ।



যদি সুন্দর একখান মুখ পাইতাম (চাটগাইয়া গান, শেফালী ঘোষ) / Jodi Sundor Ekkhan mukh paitam(Catgaia Gaan, Shefali Ghosh)

চাটগাইয়া গান - কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে /Catgaia Gan - Koiljar vitor gathi raikkum toare

চাটগাইয়া গান - কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
এম এন আখতার


কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ
আর কোনদিন ন'জায়যুম আঁই-
আর কোনদিন ন'জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে, ও ন'নাইরে

কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে, ও ন'নাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে

চাটগাইয়া গান - কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে /Catgaia Gan - Koiljar vitor gathi raikkum toare


সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে (বিজয় সরকার) / Sundor e Prithibi chere ekdin cole jete hobe (Bijoy Sarker)



সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
বিজয় সরকার
 


এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে
তোমার নগদ তলব তাগিদ পত্র এসে পরবে যবে
মোহ ঘুমে যে দিন আমার মুদিরে দুই চোখ
পাড়াপড়শী প্রতিবেশী পাবে কিছু শোক
তখন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে
যত বড় হউকনা কেন রাজা জমিদার
পাকা বাড়ি জুড়ি গাড়ি ট্রানজিস্টার
তখন থাকবে না কোন অধিকার বিষয় ও বৈভবে
চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল
মাত্র আমি আর থাকবোনা কেবল জনপূর্ণ ভবে
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলো যেন
এই পৃথিবীর অস্বস্তি বোধ থাকবেনা আর হেন
পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে।

সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে (বিজয় সরকার) / Sundor e Prithibi chere ekdin cole jete hobe (Bijoy Sarker)

বন্ধু তোর লাইগা রে (সৈয়দ শাহ নূর) / Bondhu Tor Laigare (Sayed Shah Nur)



বন্ধু তোর লাইগা রে
সৈয়দ শাহ নূর 



বন্ধু তোর লাইগা রে
বন্ধু তোর লাইগা রে
আমার তনু জড়জড়
মনে লয় ছাড়িয়ারে যাইতাম
থুইয়া বাড়ি ঘর
বন্ধু তোর লাইগা রে
অরণ্য জঙ্গলার মাঝে
আমার একখান ঘর
ভাইয়ো নাই বান্ধবও নাই মোর
কে লইবো খবর হায়রে
বন্ধু তোর লাইগা রে
বট বৃক্ষের তলে আইলাম
ছায়া পাইবার আশে
তাল ভাঙ্গিয়া রৌদ্র ওঠে
আমার কর্মদোষে
বন্ধু তোর লাইগা রে
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
নদীরও কিনার বানাইয়া
নদী পাড় হইতে গেলাম
নদীরও কিনারে
আমারে দেখিয়ারে নৌকা
সরে দুরে দুরে হায়রে
বন্ধু তোর লাইগা রে
সৈয়দ শাহ নূরে কান্দইন
নদীর কুলো বইয়া
পাড় হইমু পাড় হইমু কইরা
দিনতো যায় চলিয়া হায়রে
বন্ধু তোর লাইগা রে

বন্ধু তোর লাইগা রে (সৈয়দ শাহ নূর) / Bondhu Tor Laigare (Sayed Shah Nur)