আমার বাবার মুখে প্রথম যেদিন
কন্ঠঃ এন্ড্রু কিশোর
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
কন্ঠঃ এন্ড্রু কিশোর
কথা ও সুরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ,
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।
শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি,
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।
বাবা যেন আজও স্বর্গে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ,
কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।
আমার মায়ের আদেশ বাবার মত গাইতে হবে গান
সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ।
শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি
সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি,
জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি
সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।
বাবা যেন আজও স্বর্গে গাইছে সেই গান
যে গান শুনে সঁপেছিল মা বাবাকে মনপ্রাণ,
কোনদিন এই কন্ঠ যদি কখনো থেমে যায়
সেইদিন যেন মরন এসে আমাকেও নিয়ে যায়।
এই গানই আমার জীবন মরন
গানই যেন প্রাণ।
আমার বাবার মুখে প্রথম যেদিন (এন্ড্রু কিশোর,আহমেদ ইমতিয়াজ বুলবুল )/
Amar
babar Mukhe (Andru Kishor, Ahmed Imtiaz Bulbul)
No comments:
Post a Comment