এমনতো প্রেম হয়
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
ছায়াছবি: দুই পয়সার আলতা
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ আলাউদ্দিন আলী
এমনতো প্রেম হয়
ও… চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও… পাষাণে বাঁধে যে হৃদয়
ও… যা কিছু আমার ছিল দিয়েছি তারে
ও… ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও… কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়
ও… ফুল ফোটে ঝরে যায় এইত রীতি
ও… তবু কেন চিরদিন প্রেম-পিরিতি
শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
ছায়াছবি: দুই পয়সার আলতা
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ আলাউদ্দিন আলী
এমনতো প্রেম হয়
ও… চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও… পাষাণে বাঁধে যে হৃদয়
ও… যা কিছু আমার ছিল দিয়েছি তারে
ও… ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও… কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়
ও… ফুল ফোটে ঝরে যায় এইত রীতি
ও… তবু কেন চিরদিন প্রেম-পিরিতি
শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়
এমনতো প্রেম হয় (সৈয়দ আব্দুল হাদী,
সামিনা চৌধুরী)/ Emonoto Prem Hoy
(Syed Abdul Hadi, Samina Chy)
very nice page
ReplyDelete