test add

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে (সৈয়দ আব্দুল হাদী)/ Cokkher nojor emni koira ekdin kkhoia jabe (Soyed Abdul Hadi)

চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: আলাউদ্দিন আলী


চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে

সকল কথার মরন হইলে, হৃদয় কথা কয়
সেই কথাও চোক্ষের কাছে, নয়রে গোপন নয়
চোখেরি নাম আরশি নগর, একে একে মনের খবর
সে তো কইয়া যাবে

এই চক্ষুতেই রোদ্র ওঠে, আবার ওঠে ঝড়
এই চক্ষুই আপন করে, আবার করে পর
চোক্ষে যদি কেউ না তাকায়, দূক্ষ দিয়া যায় চইলা যায়
সে সইয়া যাবে


পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে,
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে


চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে
জোয়ার ভাটায় পইরা দুই চোখ, নদী হইয়া যাবে
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে,
পোড়া চোখে যা দেখিলাম, তাই রইয়া যাবে



চোক্ষের নজর এমনি কইরা, একদিন ক্ষইয়া যাবে (সৈয়দ আব্দুল হাদী)/ Cokkher nojor emni koira ekdin kkhoia jabe (Soyed Abdul Hadi)

No comments:

Post a Comment