test add

আমার এ দুটি চোখ পাথর তো নয় (সুবীর নন্দী) / Amar e duti cokh pathorto noy (Subir Nandi)


গানঃ আমার এ দুটি চোখ পাথর তো নয়
শিল্পীঃ সুবীর নন্দী



আমার এ দুটি চোখ পাথর তো নয়,
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত তোমার পথের পানে
বয়ে বয়ে যায়।।
আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল
ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল
কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়।।
শুনিতে চাইনা গান তবু সুর ফিরে আসে
স্বপ্নের বাঁশী বাজে জীবনের বারো মাসে
কত রাত্রিতে আমার প্রদীপ শুধু জ্বলে জ্বলে যায়।।


আমার এ দুটি চোখ পাথর তো নয় (সুবীর নন্দী) / Amar e duti cokh pathorto noy (Subir Nandi)

কত যে তোমাকে বেসেছি ভালো (সুবীর নন্দী) / Kotoje tomake besechi valo (Subir Nandi)


গানঃ কত যে তোমাকে বেসেছি ভালো
ছায়াছবিঃ উসিলা
শিল্পীঃ সুবীর নন্দী
কথাঃ নজরুল ইসলাম বাবু
সুরঃ আলী হোসেন



কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো আমি যে তোমার তুমি মানতে
 সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে

ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মেটে না যত দেখি তৃষ্ণা মেটে না
ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝরে পরে জোছনা হাসলেই ঝরে পরে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে

ঐ কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো যেন লজ্জা মেঘেরাও পেলো যেন লজ্জা
আকাশের তাঁরাগুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত কভু যদি শেষ না হতো
জীবন বেলার শেষ প্রান্তে

সে কথা তুমি যদি জানতে 


কত যে তোমাকে বেসেছি ভালো (সুবীর নন্দী) / Kotoje tomake besechi valo (Subir Nandi)

হাজার মনের কাছে প্রশ্ন রেখে (সুবীর নন্দী) / Hazar moner kache prosno rekhe (Subir Nandi)

হাজার মনের কাছে প্রশ্ন রেখে
শিল্পীঃ সুবীর নন্দী


হাজার মনের কাছে প্রশ্ন রেখে
একটি কথাই জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
তবুও মানুষ করে হৃদয়ের গৌরব
বলে প্রেম সেইতো ভূলে যা সৌরব
আমি বলি মিছে সব মানুষের জন্য
ফুলের মত মন মানুষের নেই
পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।
নিজের হাতের গড়া স্বার্থের শৃংখল
হয়ে গেছে আজতো পৃথিবীর সম্বল
যারা চায় চিরদিন চেয়ে তারা ধন্য
আসলে দেবার কারো কিছু আর নেই

পৃথিবীতে প্রেম বলে কিছুই নেই।

হাজার মনের কাছে প্রশ্ন রেখে (সুবীর নন্দী) / Hazar moner kache prosno rekhe (Subir Nandi)

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি (সুবীর নন্দী) / Ami Bristir kach theke (Subir Nandi)


আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
সুবীর নন্দী


আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোন লাভ নেই

আমি চাই না হতে কারো মনের অনল
আমি চাই না হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
আমায় আর সুখের ভয় দেখিয়ে কোন লাভ নেই

আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি (সুবীর নন্দী) / Ami Bristir kach theke (Subir Nandi)

তুমি যে ক্ষতি করলা আমার, আল্লায় করবে তোমার বিচার (নাটকের গান) / Aamar Allai korbe tomar bicar (Rajib)

তুমি যে ক্ষতি করলা আমার, আল্লায় করবে তোমার বিচার



তুমি যে ক্ষতি করলা আমার 

আল্লায় করবে তোমার বিচার
আমার আল্লায় করবে তোমার বিচার।

তুমি অনেক দিন কাঁন্দাইলা বন্ধু 

কাঁন্দাও না বেশি আর
আল্লায় করবে তোমার বিচার।।(২)

আমি হইলাম তোমার বন্ধু 

তুমি হইলা কার (হায়রে)
তুমি হইলা কার

তোমার জন্যে এত করলাম 

কি দাম দিলা তুমি তার??(২)
আল্লায় করবে তোমার বিচার।।

আমার ঘরে আগুন দিয়া 

তুমি হইলা বাইর 

সেই আগুন জ্বইলারে বন্ধু (হায়রে)
খুঁজি তোমায় বারে বার
আল্লায় করবে তোমার বিচার।।(২)

তুমি যে ক্ষতি করলা আমার, আল্লায় করবে তোমার বিচার (নাটকের গান) / Aamar Allai korbe tomar bicar (Rajib)

দিন গেল তোমার পথ চাহিয়া (হাবিব ওয়াহিদ) / Din gelo tomar poth cahia (Habib Wahid)

দিন গেল তোমার পথ চাহিয়া (হাবিব ওয়াহিদ)


দিন গেল তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে

দিন গেল তোমার পথ চাহিয়া।।
যার লাগি তরী বেয়ে যায়
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর
কার তরে গান গেয়ে যাই অচেনা সুরে
বুঝি না কেবা আপন কে বা পর
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
যারে হায় এই মনে চায়
জীবনে পাব কি তার দেখা

যারে ভাবি প্রতি রাতে
কার ইশারাতে
তোমারে খুঁজে যাই স্বপনে
আশার পথ চেয়ে রই প্রতিটি প্রহর
কখনো বা শ্রাবণ আনমনে
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
যারে হায় এই মনে চায়
জীবনে পাব কি তার দেখা


দিন গেল তোমার পথ চাহিয়া (হাবিব ওয়াহিদ) / Din gelo tomar poth cahia (Habib Wahid)

তুমি আমায় করতে সুখী (সালমান শাহ)/ Tumi Amay Korte Sukhi (Salman Shah)

তুমি আমায় করতে সুখী (সালমান শাহ)


তুমি আমায় করতে সুখী, জীবনে
অনেক বেদনাই সয়েছো
বলো না, কি সুখ তুমি পেলে?

তোমায় পেয়ে, পৃথিবী পেয়েছি,
আমি পেয়েছি আলো,
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে

তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার
জানি না কতোটা আমি হয়েছি তোমার
তুমি যে আমার সেই সুখের জোয়ার
সবুজ হয় গো মাটি, যে ঢেউ এলে
গড়েছি প্রদ্বীপ, সেই আলো জ্বেলে


দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা
সে জ্বালা হয়েছে মোর গলার মালা
কোথাও সীমানা নেই, যে ভালোবাসার,
সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে
বলো না, কি সুখ তুমি পেলে?

তুমি আমায় করতে সুখী (সালমান শাহ)/ Tumi Amay Korte Sukhi (Salman Shah)

এমনতো প্রেম হয় (সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী)/ Emonoto Prem Hoy (Syed Abdul Hadi, Samina Chy)


এমনতো প্রেম হয়
শিল্পীঃ সৈয়দ আব্দুল হাদী
ছায়াছবি: দুই পয়সার আলতা
সুরকারঃ আলাউদ্দিন আলী
গীতিকারঃ আলাউদ্দিন আলী


এমনতো প্রেম হয়
ও… চোখের জলে কথা কয়
নিজে নিজে জ্বলে পুড়ে
ও… পাষাণে বাঁধে যে হৃদয়

ও… যা কিছু আমার ছিল দিয়েছি তারে
ও… ভালোবাসা চিরদিন এমনি করে
শত জ্বালা বুকে নিয়ে
ও… কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়

ও… ফুল ফোটে ঝরে যায় এইত রীতি
ও… তবু কেন চিরদিন প্রেম-পিরিতি
শত ব্যথা সয়ে সয়ে ধূপশিখা হয়ে জেগে রয়

এমনতো প্রেম হয় (সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী)/ Emonoto Prem Hoy (Syed Abdul Hadi, Samina Chy)


একবার যদি কেউ ভালোবাসত (সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী)/ ekbar jodi kew valobasto (Syed Abdul Hadi, Samina Chy)


একবার যদি কেউ ভালোবাসত

শিল্পীসৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী
ছবি: জন্ম থেকে জ্বলছি,
গীতিকার: আমজাদ হোসেন,
সুরকার: আলাউদ্দিন আলী। 


একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়ন দুটি জলে ভাসতো
আর ভালোবাসতো
জীবন তবু কিছু না কিছু পেত।।
যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিত
সব নীরবতা
জীবন তবু কিছু না কিছু পেত।।
যদি এমন হতো একটি শ্রাবণ
আমায় কাঁদিয়ে বলে যেত সে
এইতো মরণ
জীবন তবু কিছু না কিছু পেত

একবার যদি কেউ ভালোবাসত (সৈয়দ আব্দুল হাদী, সামিনা চৌধুরী)/ ekbar jodi kew valobasto (Syed Abdul Hadi, Samina Chy)

ওরে নীল দরিয়া (মোঃ আব্দুল জব্বার) / Ore Neel Doria (Abdul Jabbar)

ওরে নীল দরিয়া -
মোঃ আব্দুল জব্বার


ওরে নীল দরিয়া 
আমায় দেরে দে ছাড়িয়া 
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে 
কান্দে রইয়া রইয়া 

কাছের মানুষ দুরে থুইয়া, 
মরি আমি ধড়-ফড়াইয়া,রে 
দারুন জ্বালা দিবানিশি।। 
অন্তরে অন্তরে 
আমার এত সাধের মন বধূয়া 
হায়রে কি জানি কি করে 

ওরে সাম্পানের নাইয়া, 
আমায় দেরে দে ভিড়াইয়া 
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে 
কান্দে রইয়া রইয়া 
ওরে সাম্পানের নাইয়া 

হইয়া আমি দেশান্তরী 
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে 
নোঙর ফেলি ঘাটে ঘাটে।। 
বন্দরে বন্দরে 
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে 
সারেঙ বাড়ির ঘরে 

এই না পথ ধইরা 
আমি কত না গেছি চইলা 
একলা ঘরে মন মন বধূয়া 
আমার রইছে পন্থ চাইয়া 


ওরে নীল দরিয়া (মোঃ আব্দুল জব্বার) / Ore Neel Doria (Abdul Jabbar)