test add

বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি (কনা, জুয়েল)/ Bol Tui Amay Chere Kothay Jabi




শিল্পীঃ কনা, জুয়েল


বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি,
বল তুই আমায় ছেড়ে কেমনে রবি।
তোর পরানে আমারি মন,
বান্ধিয়াছি সারা জীবন,
তোরে ছাড়া বাঁচিনা।

এক জীবনে তো ভুল হতেই পারে,
তাই বলে কি আপন মানুষ রাখবি দূরে।।
যাসনে রেখে এভাবে চলে,
আমি যাচ্ছি এ পথ ভুলে,
বহুদুরে কেউ তো জানবে না।

No comments:

Post a Comment