test add

আমি কেমন করে পত্র লিখিরে বন্ধু (মুজিব পরদেশী) / Ami Kemon Kore Potro likhire bondhu (Mujib Pardeshi)






শিল্পীঃ মুজিব পরদেশী
সুরকারঃ বিদিত লাল দাস
গীতিকারঃ মনমোহন কবিয়াল

আমি কেমন করে পত্র লিখিরে বন্ধু
গ্রাম পোস্টাফিস নাই জানা
তোমায় আমি হলেম অচেনা।।

বন্ধুরে...........
হইতা যদি দেশের দেশি
শ্রীচরণে হইতাম দাসী গো
আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে
শুনতাম না কারও মানা।।
তোমায় আমি.........

বন্ধুরে...........
শুইলে না আসেরে নিদ্রা
ক্ষণে ক্ষণে আসে তন্দ্রা গো
আমি স্বপন দেখে জেগে উঠিরে বন্ধু
কেঁদে ভিজাই বিছানা।।
তোমায় আমি.........

বন্ধুরে...........
মনমোহনের মনের ব্যথা
বলা যায়না যথাতথা গো
আমি কার কাছে বলিবো ব্যথা গো
কেহ নয় মোর আপনা।।
তোমায় আমি.........


By: Google Translate

Āmi kēmana karē patra likhirē bandhu
grāma pōsṭāphisa nā'i jānā
tōmāẏa āmi halēma acēnā..

Bandhurē...........
Ha'itā yadi dēśēra dēśi
śrīcaraṇē ha'itāma dāsī gō
āmi dāsī ha'iẏā saṅgē yā'itāma rē
śunatāma nā kāra'ō mānā..
Tōmāẏa āmi.........

Bandhurē...........
Śu'ilē nā āsērē nidrā
kṣaṇē kṣaṇē āsē tandrā gō
āmi sbapana dēkhē jēgē uṭhirē bandhu
kēm̐dē bhijā'i bichānā..
Tōmāẏa āmi.........

Bandhurē...........
Manamōhanēra manēra byathā
balā yāẏanā yathātathā gō
āmi kāra kāchē balibō byathā gō
kēha naẏa mōra āpanā..
Tōmāẏa āmi.........

No comments:

Post a Comment