আমি যে কে তোমার (Ami Je Ke Tomar)
শিল্পীঃ লতা মঙ্গেশকর, কিশোর কুমার (Lata Mangeshkar, Kishore Kumar)
সুরঃ ইন্দ্রদীপ দেশগুপ্ত (Indraadip Dasgupta)
কথাঃ প্রাসেন (Prasen)
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
এ মনে কি আছে পারো যদি খুজে নাও
আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।
কেন আর সরে আছো দূরে,
কাছে এসে হাত দুটো ধরো (২)
শপথের মন কাড়া সুরে
আমায় তোমারি তুমি করো
ও.. তোমারি স্বপ্ন দুচোখেই আমি আঁকবো
চিরদিন তোমারই তো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।
ওপারের ডাক যদি আশে
শেষ খেয়া হয় পাড়ি দিতে (২)
মরণ তোমায় কোনদিনও
পারবেনা কভু কেড়ে নিতে
ও.. ও..
সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো
চিরদিন তোমারইতো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারইতো থাকবো
তুমি আমার আমি তোমার
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।
কেন যে মন খারাপের
নেমেছে রাত পাড়াতে
বসেছি সব হারাতে
খুজে দাও, খুজে দাও।
যে পথে এগিয়েছে পা
সেও আমায় চেনে না
আমি তো ফিরে যেতে চাই
আমাকে ফিরিয়ে নাও।
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
ও আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
আমি চিরদিন তোমারিতো থাকবো।
তোমাকেই রাত, তোমাকেই ভোর
প্রতিদিন ফিরে ফিরে চাই
তোমাকেই সুর, তোমাকেই গান
বলো কেন এঁকে এঁকে যাই।
আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও
ও আমি যে কে তোমার
তুমি তা বুঝে নাও।
No comments:
Post a Comment