test add

ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো - Ghuri tumi kar akashe uro

 গানঃ ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো

শিল্পীঃ লুৎফর হাসান

কথাঃ সোমেস্বর অলি

সুরঃ লুৎফর হাসান

 



ময়লা টি-শার্ট,
ছেঁড়া জুতো
কদিন আগেই
ছিল মনেরই মতো
দিন বদলের
টানা-পোঁড়েনে
সখের ঘুড়ি নাটাই সুঁতো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তোমার নিকট অতীত
আমার এক যুক আগের শীত
পৃথিবী তোমার অনুকূলে থাকে
আমার বিপরীত
তো্মার ছোট্ট চাওয়া
আমার বৃষ্টিতে ভিজে যাওয়া
তারপর একা ঘড়ে মন
জড়োসড়ো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তোমার রোদেলা শহর
আমার রংচটা রং-এর ঘড়
জানালা তোমার অভিমূখে খোলা
দেয়াল নড়বড়
তোমার একটু ছোঁয়া
আমার স্বপ্নকে খুঁজে পাওয়া
তারপর ঘুমভাঙ্গা চোখ
জড়োসড়ো
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?
ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো
তার আকাশ কি আমার চেয়ে বড়?
তার আকাশ কি আমার চেয়ে বড়?

আমি যে কে তোমার (Ami Je Ke Tomar)

আমি যে কে তোমার  (Ami Je Ke Tomar)

শিল্পীঃ লতা মঙ্গেশকর, কিশোর কুমার (Lata Mangeshkar, Kishore Kumar)

সুরঃ ইন্দ্রদীপ দেশগুপ্ত (Indraadip Dasgupta)

কথাঃ প্রাসেন (Prasen)

 


 

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারই তো থাকবো

তুমি আমার আমি তোমার

মনে কি আছে পারো যদি খুজে নাও

আমি তোমাকেই বুকে ধরে রাখবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।

 

কেন আর সরে আছো দূরে,

কাছে এসে হাত দুটো ধরো ()

শপথের মন কাড়া সুরে

আমায় তোমারি তুমি করো

.. তোমারি স্বপ্ন দুচোখেই আমি আঁকবো

চিরদিন তোমারই তো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।

 

ওপারের ডাক যদি আশে

শেষ খেয়া হয় পাড়ি দিতে ()

মরণ তোমায় কোনদিনও

পারবেনা কভু কেড়ে নিতে

.. ..

সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো

চিরদিন তোমারইতো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারইতো থাকবো

তুমি আমার আমি তোমার

আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।

 

কেন যে মন খারাপের

নেমেছে রাত পাড়াতে

বসেছি সব হারাতে

খুজে দাও, খুজে দাও।

 

যে পথে এগিয়েছে পা

সেও আমায় চেনে না

আমি তো ফিরে যেতে চাই

আমাকে ফিরিয়ে নাও।

আমি যে কে তোমার

তুমি তা বুঝে নাও

 

আমি যে কে তোমার

তুমি তা বুঝে নাও

আমি চিরদিন তোমারিতো থাকবো।

 

তোমাকেই রাত, তোমাকেই ভোর

প্রতিদিন ফিরে ফিরে চাই

তোমাকেই সুর, তোমাকেই গান

বলো কেন এঁকে এঁকে যাই।

 

আমি যে কে তোমার

তুমি তা বুঝে নাও

আমি যে কে তোমার

তুমি তা বুঝে নাও।

 

আয়নাতে ঐ মুখ দেখবে যখন (Aynate Oi Mukh Dekbe Jokhn)

আয়নাতে ঐ মুখ দেখবে যখন (Aynate Oi Mukh Dekbe Jokhn)
Cast: Razzak & Shabnam
মুভিঃ নাচের পুতুল (Nacher Putul)
শিল্পীঃ মাহমুদুন নবী (Mahmudun Nabi)

 


 আয়নাতে ঐ মুখ দেখবে যখন

কপোলের কালো তিল পড়বে চোখে

ফুটবে যখন ফুল বকুল শাঁখে

ভ্রমর যে এসেছিলো জানবে লোকে

 

মনটি তোমার কেন দুরুদুরু কাঁপছে

মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে

তুমি কি তারে কাছে ডাকবে

হৃদয়ের কাছে সে রয় অলোকে

হঠাৎ যখন তুমি দেখবে তাকে

শরমে নয়ন কি গো রাখবে ঢেকে

 

জানিনা এখন তুমি কার কথা ভাবছো

আনমনে কার ছবি চুপিচুপি আঁকছো

তুমি কি তারে ভালোবাসবে

ধরা যদি দেয় সে একপলকে

দেখবে যখন তারে অবাক চোখে

দু’হাতে নয়ন কি গো রাখবে ঢেকে