শিরোনামঃ ডুব
কথাঃ জাহিদ আকবর
কথাঃ জাহিদ আকবর
সুরঃ
ইমরান মাহমুদুল
কন্ঠঃ হাবিব
ওয়াহিদ
তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সবুজ সুখে করবো কুজন নীল আকাশের তলে
পাঁজর দিয়ে আগলে রবো তোমায় সারা জীবন
সারা নিশি ভিজবো দুজন ছাদে, ঝরা জলে
সবুজ সুখে করবো কুজন নীল আকাশের তলে
পাঁজর দিয়ে আগলে রবো তোমায় সারা জীবন
সূর্য ছোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো
নামবো তোমার চোখের ভেতর, বাসবো তোমায় ভালো
মনের সবুজ সুতো দিয়ে বুনবো অনেক স্বপন
নামবো তোমার চোখের ভেতর, বাসবো তোমায় ভালো
মনের সবুজ সুতো দিয়ে বুনবো অনেক স্বপন
তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা।
তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব
তোমার মাঝেই জীবন-যাপন স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা।
Tomar maje
nambo ami tomar vetor doob
Tomar make
katbo satar vasabo ami khub
Tomar majei
jibon-japon swopno dekha swopno vanga
Sara nisi
vijbo dujon chade jhora jole
Sara nisi
vijbo dujon chade jhora jole
Sobuj sukhe
korbo kujon nil akaser tole
Pajor diye
agle robo tomay sara jibon
Surjo chobo
rater odhor, jhorbe norom alo
Namabo tomar
cokher vetor, vasbo tomay valo
Moner sobuj
suto diye bunbo onek swopon
Tomar maje
nambo ami tomar vetor doob
Tomar make
katbo satar vasabo ami khub
Tomar majei
jibon-japon swopno dekha swopno vanga
No comments:
Post a Comment