test add

মেঘ জমে আছে মন কোণে (সঙ্গীতের জাদুকর উস্তাদ রশিদ খান) / Megh Jome ache mono kone (Magician of Music Ustad Rashid Khan)


শিরোনামঃ মেঘ জমে আছে মন কোণে
কন্ঠঃ সঙ্গীতের জাদুকর উস্তাদ রশিদ খান


"মেঘ জমে আছে মন কোণে
তুমি এলে না বলে বৃষ্টিও পড়েনি
বিষাদও হাসে আনমনে .... "
আমি বসে ভাবি জোনাকির সাথে
তারা জলে মাঝ রাতে.......
স্মৃতিগুলো আসে শরতের কাঁশে
এলোমেলো নিঃশ্বাসে.......
তুমি এলে না বলে বৃষ্টিও পড়েনি
বিষাদও হাসে আনমনে ....
কারা যেন আসে প্রতি মাঝ রাতে 
অচেনা লাগে মুখগুলো.......
ঘুম ভেঙ্গে উঠে, মৃত্যূকে বুঝে, এই জীবন থমকালো
তুমি এলে না ! তুমি এলে না !! তুমি এলে না  বলে বৃষ্টিও পড়েনি
বিষাদও হাসে আনমনে .... "
"মেঘ জমে আছে মন কোণে.......



Singer: Magician of Music Ustad Rashid Khan

Megh Jome ache mono kone
Tumi elena bole bristi poreni
Bishad o hase anemone
Ami bose vabi jonakir sate
Tara jole maj rate
Hritigulo ase soroter kase
Elomelo nishwase
Tumi elena bole bristio poreni
Bishad o hase anemone
Kara jeno ase proti majh rate
Ocena lage mukhgulu
Ghum venge uthe, mruttuke bujhe, ei jibon thomkale
Tumi elena tumi elena tumi elena bole
Bristi o preni
Bishad o hase anemone


উস্তাদ রশিদ খানের বংশলতিকা
 

নেশা (আরমান আলিফ) / Nesha Arman Alif


শিরোনামঃ নেশা
কথা ও সুরঃ আরমান আলিফ
কন্ঠঃ আরমান আলিফ


তোমার নেশায় পইড়া
আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেলো
আমার ঠিকানা
তোমার মতোই থাকলা
তুমি খবর নিলা না
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা?
তোমার নেশায় পইড়া
আমি হইলাম দিওয়ানা
তোমার জন্য হারায় গেলো
আমার ঠিকানা
তোমার মতোই থাকলা
তুমি খবর নিলা না
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা?
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না
এই থাকতে হবে তোমায়
ছাড়া কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে
তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেসে কালো
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো
এই থাকতে হবে তোমায়
ছাড়া কথা ছিলো না
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে
তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেসে কালো
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না
এই আমি যেনো কোনদিনও
সিগারেট না ছুঁই
বলতা তুমি করতা শাসন
লাগতো রে ভালোই
আজ নিকোটিনে হইসে কালো
ভেতর ঘরের সব
এখন শাসন করা মায়াবতি
কই গেলা কই?
আমি যেনো কোনদিনও
সিগারেট না ছুঁই
বলতা তুমি করতা শাসন
লাগতো রে ভালোই
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব
এখন শাসন করা মায়াবতি
কই গেলা কই?
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না
আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না