test add

তোরা দেখ দেখরে চাহিয়া (এন্ড্রু কিশোর)/Tora dekh dekhre cahiya(Andrew Kishore)

তোরা দেখ দেখরে চাহিয়া
শিল্পীঃ এন্ড্রু কিশোর




তোরা দেখ তোরা দেখ তোরা দেখরে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া।।
তোরা দেখ দেখ দেখরে চাহিয়া
রাস্তা দিয়া হাইটা চলে রাস্তা হারাইয়া।।

হাতের কাছে এইতো মানিক
যেমনি এসে দাঁড়ায় খানিক
হাতের কাছে এইতো মানিক
সামনে এসে দাঁড়ায় খানিক
আবার আবার অন্য দিকে যায়
চলে সে মুখটি ফিরাইয়া।।

ইষ্টিশনে আসলো গাড়ি
ঊঠতে হবে তাড়াতাড়ি।
ও পাগল ও পাগল সঙ্গে আছে টিকিট
তবু আছে পায় না খুজিয়া।।

এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা।
মহাজন মহাজন ছাড়বে না তো
খাতায় দেনা রাখবে লিখিয়া।।


তোরা দেখ দেখরে চাহিয়া (এন্ড্রু কিশোর)/Tora dekh dekhre cahiya(Andrew Kishore)

No comments:

Post a Comment