test add

গানেরই খাতায় স্বরলিপি লিখে (রুনা লায়লা,মাহমুদুন্নবী)/Ganeroi khatay sworolipi likhe (Runa Laila, Mahmudunnobi)

গানেরই খাতায় স্বরলিপি লিখে
শিল্পীঃ  রুনা লায়লা ও মাহমুদুন্নবী
সুরকারঃ গাজী মাজহারুল আনোয়ার
গীতিকারঃ সুবল দাস




গানেরই খাতায় স্বরলিপি লিখে
বলো কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে ভরে রবে
মন নিয়ে লুকোচুরি খেলে
কোন দিন যাবে পথে ফেলে
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে জানি
নেবে না নেবে না নেবে না
যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ছিড়ে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে
গান শুনে ভালো লাগে যারে
এত দেখে চেনোনিকো তারে
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় এঁকে দেবে জানি
দেবে না দেবে না দেবে না.........


Ganeri khatay sworolipi likhe (Runa Laila, Mahmudunnobi, Gazi Mazharul Anowar, Subol Das)

একি সোনার আলোয় (খান আতাউর রহমান,সাবিনা ইয়াসমীন)/Eki Sonar Aloy (Khan Ataur Rahman, Sabina Yasmin)

একি সোনার আলোয়
শিল্পীঃ সাবিনা ইয়াসমীন
সুরকার,গীতিকারঃ খান আতাউর রহমান



একি সোনার আলোয়
জীবন ভরিয়ে দিলে।
ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো।
রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে
তোমার আঁখিটি রেখো।।
আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে
তোমার প্রেমের জন্য।
তুমি দু’হাত বাড়ায়ে বুকেতে জড়ায়ে
করেছো আমায় ধন্য।
বুকের পাঁজরে তেমনি লুকিয়ে রেখো।
এমনি আমায় প্রাণের বাঁধনে
সোনার খাঁচাতে রেখো।।
জীবন হবে যে এতো সুন্দর
কখনো ভাবিনি আগে।
এতো সুখ আর এতো আনন্দ
স্বপ্নের মতো লাগে।
ওগো যদি কোনোদিন জলছবি সম
মুছে যায় এই ছবি।
আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো
হয়েছে বিফল সবই।
সেদিন বন্ধু আমার কথাটি রেখো
রাতের নিরলে আমার স্মৃতি
প্রদীপ জ্বালিয়ে রেখো।।


একি সোনার আলোয় (খান আতাউর রহমান,সাবিনা ইয়াসমীন)/Eki Sonar Aloy (Khan Ataur Rahman, Sabina Yasmin)

সবার জীবনে প্রেম আসে (এন্ড্রু কিশোর)/Sobar Zibone Prem Ase (Andrew Kishore)

সবার জীবনে প্রেম আসে
শিল্পীঃ এন্ড্রু কিশোর




সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
এই মনে যত কথা বলার ছিল,
চোখের ভাষাতে বলা হল,
এই পথে যেতে যেতে দেখা হল,
এ দুটি হৃদয় আরো কাছে এল।
প্রেমের সৃতি যেন সুখের কাঁটা,
যায় না ভোলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।
প্রেম হলে বারে আরো প্রেমের নেশা,
প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা।
প্রেম আছে বলে আছি অনেক আশা,
বুকের গভীরে বাধে বাসা।
প্রেমের ছবি যদি প্রাণে আঁকি
যায় না মোছা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে,
তাইতো সবাই ভালবাসে।
প্রথম যারে লাগে ভাল,
যায় না ভুলা কভু তারে।
সবার জীবনে প্রেম আসে।


সবার জীবনে প্রেম আসে (এন্ড্রু কিশোর)/Sobar Zibone Prem Ase (Andrew Kishore)

আমি একদিন তোমায় না দেখিলে (রুনা লায়লা,এন্ড্রু কিশোর)/Ami Ekdin Tomai Na Dekhile (Runa laila , Andrew Kishore)

আমি একদিন তোমায় না দেখিলে
শিল্পীঃ রুনা লায়লা,এন্ড্রু
কিশোর




আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে।।

প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন।।
বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া।।
পাবে যে সুখ মিলনে
তুমি আমার সুখগো জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে

ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার।।
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে।।
সেজেছি আজ ফাগুনে
তুমি আমার ফাগুন জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে


আমি একদিন তোমায় না দেখিলে (রুনা লায়লা,এন্ড্রু কিশোর)/Ami Ekdin Tomai Na Dekhile (Runa laila , Andrew Kishore)

সবাই তো ভালবাসা চায় (সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর)/Sobai to valobasa cai (Sabina Yasmin , Andrew Kishore)

সবাই তো ভালবাসা চায়
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার





সবাই তো ভালবাসা চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায়
সবাই তো ভালবাসা চায়

কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায়।।
(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক।
আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস, এই নিরালায়।।

(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক।
আমি চাই তুমি ডাক
পথ চেয়ে বসে থাক, আমারই আশায়।।


Sobai to valobasa cai (Sabina Yasmin , Andrew Kishore, Alam Khan, Gazi Mazharul Anowar)

জীবনের গল্প আছে বাকি অল্প (এন্ড্রু কিশোর,আলম খান,মনিরুজ্জামান মনির)/Jiboner Golpo Baki ache Olpo(Andrew Kishore, Alam khan, Moniruzzaman Monir)

জীবনের গল্প আছে বাকি অল্প
শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মোঃ মনিরুজ্জামান মনির



জীবনের গল্প আছে বাকি অল্প।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

ঐ ঘাসের কাফনেতে দেখ আকাশ আছে শুয়ে
ঐ বরফ গলা নদী নামে পাহাড় যে বেয়ে
নীড়ে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত।।
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।

এই রঙ্গিন পৃথিবীতে কত মানুষ এলো গেল
এই আশা যাওয়ার পথে দেখ চেনা যানা হল
ভুলে যেতে হবে সবই পথ চলা হবে অন্ত
যা কিছু দেখার নাও দেখে নাও
যা কিছু বলার যাও বলে যাও
পাবে না সময় আর হয়ত।।


জীবনের গল্প আছে বাকি অল্প
(এন্ড্রু কিশোর,আলম খান,মনিরুজ্জামান মনির)/Jiboner Golpo Baki ache Olpo(Andrew Kishore, Alam khan, Moniruzzaman Monir)

বিন্দিয়ারে বিন্দিয়া (এন্ড্রু কিশোর, দেলোয়ার আরজুদা শরফ)/Bindiare bindiya(Sabina Yasmin, Andrew Kishore)

বিন্দিয়ারে বিন্দিয়া লাল শাড়ি পিন্দিয়া
শিল্পীঃ এন্ড্রু কিশোর
গীতিকারঃ দেলোয়ার আরজুদা শরফ


বিন্দিয়ারে বিন্দিয়া লাল শাড়ি পিন্দিয়া
গত বছর গেলি প্রেমের বাধন ছিড়িয়া।

ডিঙ্গি নায়ে চড়িয়া সাদা শাড়ি পড়িয়া।
একেলা বাপের বাড়ি আইলি ফিরিয়া।।

নাকে নোলক নাই গলায় হাড় নাইরে কানে দুল
আমার এ কূল ভাঙ্গিয়া তুই ধরিলি ওকূল।

তোরে বুকে ভরিয়া রাখছি যতন করিয়া।
মনে চাইলে দেখনারে তুই বুকটা চিড়িয়া।।

কত স্বপন বুকে লইয়া নিশি জাগে চান্দে
তোরই লাগি পরাণ আমার রইয়া রইয়া কান্দে।

কি হবেরে কান্দিয়া তোর মনে মন বান্ধিয়া।
আজো আমি স্বপ্ন দেখি তোরে ঘিরিয়া।।


বিন্দিয়ারে বিন্দিয়া
(এন্ড্রু কিশোর, দেলোয়ার আরজুদা শরফ)/Bindiare bindiya(Sabina Yasmin, Andrew Kishore)

আজ রাত সারা রাত জেগে থাকব(সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর)/Aj Raat sara raat jege thakbo(Sabina Yasmin, Andrew Kishore)

আজ রাত সারা রাত জেগে থাকব 

শিল্পীঃ সাবিনা ইয়াসমিন,এন্ড্রু কিশোর



আজ রাত সারা রাত জেগে থাকব
দু’চোখের ইশারাতে কাছে ডাকব
লাজ যদি ভেঙে যায় দুষ্টুমিতে
ভালবাসা তারে আমি বলব
আজ রাত সারা রাত জেগে থাকব
ছোঁয়া দিয়ে হৃদয়ের দ্বার খুলব
ভুল যদি হয়ে যায় অজান্তে
ভালোবাসা তারে আমি বলব
ফুলের কাছে ভ্রমর যেমন
আমার কাছে ওগো তুমি
যেমন আছি তেমনি রব
চিরদিনই এ আমি
পাখির কাছে আকাশ যেমন
আমার কাছে ওগো তুমি
তোমার চোখে তাকিয়ে রব
চিরদিনই এ আমি
মন যদি মনে মেশে
কাছে আসা তারে আমি বলব
ভালোবাসা তারে আমি বলব
ফাগুন এলে আগুন লাগে
হৃদয় রাঙে তুমি এলে
মধুর চেয়ে মধুর লাগে
মিলনের সুখ পেলে
বাতাস এলে উদাস লাগে
কাঁপন জাগে তুমি এলে
প্রাণের চেয়ে আপন লাগে
সোহাগে দোল দিলে
মন যদি ছবি আঁকে
ভীরু আশা তারে আমি বলব
ভালোবাসা তারে আমি বলব


আজ রাত সারা রাত জেগে থাকব
(সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর)/Aj Raat sara raat jege thakbo(Sabina Yasmin, Andrew Kishore)

ভালবেসে গেলাম শুধু (এন্ড্রু কিশোর,আলম খান,সৈয়দ)/Valobese gelam sidhi(Andrew Kishore, Alam Khan)



ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান 







ভালবেসে গেলাম শুধু ভালবাসা পেলাম না
আশায় আশায় দিন যে গেল আশা পূরণ হলো না।।

কারো আশার তরী হায়রে পায় খুজে কিনারা
নিরাশারই আধার আমার করে শুধু ইশারা
কারো আশার মালাখানি কন্ঠেতে শোভা পায়
আমার আশার ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে যায়
কেন জানি না আমি কেন জানি না।।

চোখের কাছে সুখের পাখি খাঁচায় ধরা দিল না
এত কথা বোঝে পাখি মনের কথা বুঝলো না
আপন করে ভাবলাম যারে সে তো দূরে সরে রয়
সেই না ব্যাথার বিষের হৃদয় তিলে তিলে হয়রে ক্ষয়
এত দিনে বুঝলাম আমি কেউ কারো নয়।।

ভালবেসে গেলাম শুধু (এন্ড্রু কিশোর,আলম খান,সৈয়দ)/Valobese gelam sidhi(Andrew Kishore, Alam Khan)

কি জাদু করিলা পিরিতি শিখাইলা(এন্ড্রু কিশোর)/Ki jadu korila piriti shikhaila(Andrew Kishore)

কি জাদু করিলা পিরিতি শিখাইলা
শিল্পীঃ এন্ড্রু কিশোর





কি জাদু করিলা পিরিতি শিখাইলা 
থাকিতে পারিনা ঘরেতে প্রান সজনী
থাকিতে পারিনা ঘরেতে !!
নয়নও জুরাইলা পরানও কারিলা
মরমে বাজাইলা মধুরো বাঁশি
পরেগো ঢলিয়া হাসিয়া হাসিয়া
তোমারই মুখেতে পূর্ন্যশশী
কি কথা কহিলা পাগলও বানাইলা
 
কিছুতে পারিনা সহিতে !!
আমারও লাগিয়া নিরলে বসিয়া
তোমারে যতনে গড়িলো বিঁধি
মরিবো মরনে তোমারই বিহনে
 
তোমারে জীবনে না পাই যদি
কি মালা গাথিলা আমারে পরাইলা
কিছুতে পারিনা খুলিতে !!


কি জাদু করিলা পিরিতি শিখাইলা(এন্ড্রু কিশোর)/Ki jadu korila piriti shikhaila(Andrew Kishore)

তোরা দেখ দেখরে চাহিয়া (এন্ড্রু কিশোর)/Tora dekh dekhre cahiya(Andrew Kishore)

তোরা দেখ দেখরে চাহিয়া
শিল্পীঃ এন্ড্রু কিশোর




তোরা দেখ তোরা দেখ তোরা দেখরে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া।।
তোরা দেখ দেখ দেখরে চাহিয়া
রাস্তা দিয়া হাইটা চলে রাস্তা হারাইয়া।।

হাতের কাছে এইতো মানিক
যেমনি এসে দাঁড়ায় খানিক
হাতের কাছে এইতো মানিক
সামনে এসে দাঁড়ায় খানিক
আবার আবার অন্য দিকে যায়
চলে সে মুখটি ফিরাইয়া।।

ইষ্টিশনে আসলো গাড়ি
ঊঠতে হবে তাড়াতাড়ি।
ও পাগল ও পাগল সঙ্গে আছে টিকিট
তবু আছে পায় না খুজিয়া।।

এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা।
মহাজন মহাজন ছাড়বে না তো
খাতায় দেনা রাখবে লিখিয়া।।


তোরা দেখ দেখরে চাহিয়া (এন্ড্রু কিশোর)/Tora dekh dekhre cahiya(Andrew Kishore)

হায়রে মানুষ, রঙিন ফানুস (এন্ড্রু কিশোর,আলম খান,সৈয়দ শামসুল হক)/ Haire Manus(Endru Kishore, Alam Khan, Sayed Shamsul Haque)

হায়রে মানুষ, রঙিন ফানুস

শিল্পীঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আলম খান
গীতিকারঃ সৈয়দ শামসুল হক





হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।।
পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া
সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া
চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস।।
মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া
জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া
ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।।
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস
তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ
হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
রঙ্গীন ফানুস, হায়রে মানুষ


হায়রে মানুষ, রঙিন ফানুস (এন্ড্রু কিশোর,আলম খান,সৈয়দ শামসুল হক)/ Haire Manus(Endru Kishore, Alam Khan, Sayed Shamsul Haque)