গানেরই খাতায় স্বরলিপি লিখে
শিল্পীঃ রুনা লায়লা ও মাহমুদুন্নবী
সুরকারঃ গাজী মাজহারুল আনোয়ার
গীতিকারঃ সুবল দাস
শিল্পীঃ রুনা লায়লা ও মাহমুদুন্নবী
সুরকারঃ গাজী মাজহারুল আনোয়ার
গীতিকারঃ সুবল দাস
গানেরই খাতায় স্বরলিপি লিখে
বলো কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে ভরে রবে
বলো কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে ভরে রবে
মন নিয়ে লুকোচুরি
খেলে
কোন দিন যাবে পথে ফেলে
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে জানি
নেবে না নেবে না নেবে না
কোন দিন যাবে পথে ফেলে
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে জানি
নেবে না নেবে না নেবে না
যে কুড়ায় কাঁচের
গুড়ো
পথের ধারে ছিড়ে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে
পথের ধারে ছিড়ে ফেলে
আঁচলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে
গান শুনে ভালো
লাগে যারে
এত দেখে চেনোনিকো তারে
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় এঁকে দেবে জানি
দেবে না দেবে না দেবে না.........
এত দেখে চেনোনিকো তারে
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় এঁকে দেবে জানি
দেবে না দেবে না দেবে না.........
Ganeri khatay sworolipi likhe (Runa
Laila, Mahmudunnobi, Gazi Mazharul Anowar, Subol Das)