কত দিনে কত ব্যাথা ওরে বন্ধু
শিল্পীঃ
অংকন
কত দিনে কত ব্যাথা ওরে বন্ধু
আমি সামলাইয়া থইছি মনে,
ব্যাথার বন্যা বহিয়া যাইব
আমার ব্যাথা
মাইনসে যদি জানে।
থাইকা থাইকা মনে পড়ে গো
পুরান ব্যাথার কথা
অরে আমি হারাইয়া যাই সকল দিশা
সামাল দিব কেমনে,
জানি একদিন খুজবে ব্যাথা,
মানবিক কারণে,
সে দিন আর আমি থাকব না,
প্রেম_পিরিতির বন্ধনে
ব্যাথার বন্যা বহিয়া যাইব,
আমার ব্যাথা মাইনসে যদি জানে।।
কত দিনে কত ব্যাথা ওরে বন্ধু আমি সামলাইয়া থইছি (অংকন)/ koto dine koto byatha ore bondhu ami
samlaiya thoichi (Onkhon)