ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই
শিল্পীঃ মাহমুদুন্নবী
ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই আমি
ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি।।
ও তার মনের সাথে মন বেঁধেছি তাই তো এ গান গাই আমি।।
ও কালো চোখের পরে বসেছে কোন্ ভ্রমরে
জানি না ডুবলো সে কি রূপের সাগরে।
যত দেখি সাধ মেটে না ফিরে ফিরে চাই আমি।।
জানি না ডুবলো সে কি রূপের সাগরে।
যত দেখি সাধ মেটে না ফিরে ফিরে চাই আমি।।
পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি-দিনে
যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে।
যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে।
ও হাসি ঝর্ণা হয়ে আবেশে যায় ভরায়ে
আমারে অনুরাগে নিল জড়ায়ে।
তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি।।
আমারে অনুরাগে নিল জড়ায়ে।
তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই আমি।।
ও মেয়ের নাম দিব কি ভাবি শুধু তাই(মাহমুদুন্নবী)/ Omeyer Namdiboki vabi shudhu
tai(Mahmudunnobi)
No comments:
Post a Comment