একাত্তরের মা জননী, কোথায় তোমার
শিল্পীঃ
আগুন, রুনা লায়লা
সুরকার-গীতিকারঃ
আহমেদ ইমতিয়াজ বুলবুল
একাত্তরের
মা জননী, কোথায় তোমার
মুক্তি সেনার দল।
যারা অস্ত্র হাতে ধরেছিলো,
মাগো তোমার তরেই মরেছিলো।
ও মা যাদের ভয়ে পালিয়েছিলো শত্রু সেনার দল।
ও………. মা!
একাত্তরের মা জননী . . .
মুক্তি সেনার দল।
যারা অস্ত্র হাতে ধরেছিলো,
মাগো তোমার তরেই মরেছিলো।
ও মা যাদের ভয়ে পালিয়েছিলো শত্রু সেনার দল।
ও………. মা!
একাত্তরের মা জননী . . .
আজো
কেনো তোমার বুকে জ্বলছে আগুন,
চলছে গুলি, মরছে মানুষ।
জবাব তোমায় দিতেই হবে মাগো,
জবাব তোমায় দিতেই হবে মা।
সন্ত্রাসীদের হাতে কেনো জিম্মি তুমি,
চলছে গুলি, মরছে মানুষ।
জবাব তোমায় দিতেই হবে মাগো,
জবাব তোমায় দিতেই হবে মা।
সন্ত্রাসীদের হাতে কেনো জিম্মি তুমি,
স্বদেশ
আমার মাতৃভূমি।
জবাব তোমায় . . .
জবাব তোমায় . . .
কেনো
বিদ্যালয়ে ফুটছে বোমা,
এই
কি পেলাম শিক্ষা ও মা।
লাঞ্ছিত আজ শিক্ষা গুরু,চোখে দুঃখের জল।
ও……….. মা ।
লাঞ্ছিত আজ শিক্ষা গুরু,চোখে দুঃখের জল।
ও……….. মা ।
আজো
কেনো তোমার বুকে ঘুরছে তারা,
একাত্তরের
দালাল যারা।
জবাব তোমায় . . .
লাখো লাখো শহীদ কেনো রক্ত দিলো,
এই কি তাদের স্বপ্ন ছিলো।
জবাব তোমায় . . .
ও মা রক্তে ভেজা এই না মাটি,
জবাব তোমায় . . .
লাখো লাখো শহীদ কেনো রক্ত দিলো,
এই কি তাদের স্বপ্ন ছিলো।
জবাব তোমায় . . .
ও মা রক্তে ভেজা এই না মাটি,
জীবন
দিয়ে রাখবো খাটি।
শপথ নিলাম আজকে তরুণ ছাত্র-ছাত্রী দল।
ও………..মা।
একাত্তরের মা জননী . . .
শপথ নিলাম আজকে তরুণ ছাত্র-ছাত্রী দল।
ও………..মা।
একাত্তরের মা জননী . . .
Ekattor er Maa Jononi (Agun, Runa Laila, Ahmed Imtiaz Bulbul)
No comments:
Post a Comment