তোমাকে চাই,
শুধু, তোমাকে চাই
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
তোমাকে চাই, শুধু, তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার, শাসন-বারণ মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানে না
চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
তোমারই প্রেমে পাগল পরাণ, আর কিছু তো জানে না
চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
সারাটি জীবন, ছায়ার মতন, আমার পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে, আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরণ তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
বুকের ঘরে, যতন করে, আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি, আমার মরণ তুমি
কতো আপন তুমি, জানা নাই, নাই
তোমাকে চাই, শুধু, তোমাকে চাই (এন্ড্রু কিশোর, আহমেদ ইমতিয়াজ বুলবুল)/Tomake cai sudhi tomake cai (Endreu Kishore, Ahmed Imtiaj Bulbul)